জেলবন্দি আদিলকে যে বার্তা দিলেন রাখি – দৈনিক গণঅধিকার

জেলবন্দি আদিলকে যে বার্তা দিলেন রাখি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৫৪
বলিউড ড্রামাকুইন রাখি সাওয়ান্ত ও আদিল দুরানির দাম্পত্য জীবন নিয়ে ঘটছে যেন একের পর এক মেগা সিরিয়াল। কখনো প্রেমে মজেছেন দুজনে, কখনো আবার পরস্পরের প্রতি তাদের কাদা ছোড়াছুড়ি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আবার তার জন্যই কেঁদে ভাসিয়েছেন টেলি তারকা। এবার স্বামীর কারাবাসের আনন্দে ক্যামেরার সামনে খানিকটা নেচেই নিলেন ‘বিগ বস’ তারকা! নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। পরনে হলুদ টপ ও জিন্স, চুলেও রয়েছে কারসাজি। ক্যামেরার সামনে অন্যান্য দিনের থেকে বেশ হাসিখুশিই দেখাল রাখিকে। ভিডিওতে রাখি বলেন, নিজের স্ত্রীকে কাঁদিয়েছ, তার গায়ে হাত তুলেছ, এখন জেলের ঘানি টানতে হচ্ছে তো? এই জন্যই কখনো নিজের স্ত্রীকে কাঁদাতে নেই! ভিডিওতে রাখির চোখেমুখে শোকের ছাপ নেই। বরং বেশ মজা করেই ভিডিও বানিয়েছেন টেলি তারকা। আদিল-মামলায় সম্প্রতি কান্নাকাটি থেকে সরে এসেছেন রাখি। আদালতে মামলা লড়ছেন তার বিরুদ্ধে। এমনকি বিয়ের কনের সাজে ক্যামেরার সামনে এসেছেন তারকা। জমকালো লেহেঙ্গা পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরোতে দেখা যায় তাকে। টেলি তারকার এ রকম পরিবর্তন দেখে কিছুটা অবাক নেটিজেনরা। তাদের প্রশ্ন— ‘এই কয়েক দিন আগেই তো কান্নাকাটি জুড়েছিলেন, আবার এখন হাসছেন!’ প্রতারণার অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি ওশিওয়ারা পুলিশের হাতে গ্রেফতার হন রাখি সায়ান্তের স্বামী আদিল দুরানি। আপাতত জেলবন্দি রয়েছেন আদিল। মাসকয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই এরই মধ্যে দেখা দিয়েছে তাদের দাম্পত্য সম্পর্কের টানাপড়েন। স্বামী আদিলের বিরুদ্ধে মারধর, মায়ের চিকিৎসায় অবহেলা, অর্থ আত্মসাৎ ও পরকীয়াসহ একাধিক অভিযোগ এনেছেন রাখি সাওয়ান্ত। আদিল তার নগ্ন ভিডিও রেকর্ড করত আর সেই ভিডিও অন্য লোকদের কাছে বিক্রি করত এমন গুরুতর অভিযোগও করেন অভিনেত্রী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন