টানা ৭ ঘণ্টা জেরার মুখে ট্রাম্প – দৈনিক গণঅধিকার

টানা ৭ ঘণ্টা জেরার মুখে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ১০:১৫
সম্প্রতি গ্রেফতারের পর পরই ছাড়া পেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অপর এক মামলায় টানা ৭ ঘণ্টা জেরার মুখে এক প্রকার গ্রিল হয়েছেন সাবেক এই রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ৫ এপ্রিল সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেফতার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার পর আবার নতুন অভিযোগের জেরে বিপাকে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবরে বলা হয়েছে, ট্রাম্প ও তার সংস্থার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন লেটিসিয়া জেমস নামে এক আইনজীবী। ওই আইনজীবী অভিযোগ করেছেন যে, নিজের সম্পত্তি সংক্রান্ত ভুল তথ্য দিয়ে ব্যাংকগুলোকে বিভ্রান্ত করেছেন ট্রাম্প। লেটিসিয়া নামে ওই আইনজীবী ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় গোটা ট্রাম্প পরিবারকে অভূতপূর্ব জালিয়াত আখ্যা দিয়ে দাবি করা হয়েছে, মার্কিন ব্যাংকগুলোকে ভুল তথ্য দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগে আরও বলা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন হোটেল, গলফ কোর্সের মূল্য অনেক বেশি বলে দাবি করেছিলেন। এহেন আচরণের কারণে ব্যাংকগুলো বিভ্রান্ত হয়েছে। ট্রাম্পের এই কাজের জন্য ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণও দাবি করেছেন আইনজীবী লেটিসিয়া। গত বছরের সেপ্টেম্বর মাসে এই অভিযোগ দায়ের হয়। চলতি বছরেই এই অভিযোগের শুনানি শুরু হবে। ট্রাম্পের আইনজীবী দাবি করেছেন, বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার পরই ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে আসেন ট্রাম্প। টানা ৭ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাত্র সপ্তাহ দুয়েক আগেই সাবেক পর্নো তারকা স্টর্মি ডেনিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও অল্পক্ষণের মধ্যেই ছাড়া পেয়ে যান তিনি। সমস্ত অভিযোগকে বিরোধীদের ষড়যন্ত্র বলেও দাবি করেছেন নানাভাবে আলোচিত ও সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন সমস্যায় পড়লেন ট্রাম্প। যদিও ট্রাম্পের আইনজীবীরা বলছেন, কোনো অন্যায় করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তাই বিচার প্রক্রিয়ার মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান