ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল চালকের সহকারীর – দৈনিক গণঅধিকার

ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল চালকের সহকারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ১০:১৭
রাজধানীর মুগদায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরার সময় বিকট শব্দে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ট্রাকচালকের সহকারী সাদ্দাম হোসেন তালুকদার মারা গেছেন। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এতে ওই ট্রাকের শ্রমিক হিমেল মিয়াও আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভাটারা এলাকায় ইট নামিয়ে সায়েদাবাদে যাচ্ছিল। পথে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য থামে। এ সময় চালকের সহকারী সাদ্দাম সিলিন্ডারের পাশেই ছিলেন। চালক ফিরোজ বসা ছিলেন ট্রাকে। ফিলিং স্টেশনের কর্মচারী (নজেলম্যান) ঘটনাস্থল থেকে দূরে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের এক হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা ঘটনাস্থল থেকে ৫০ ফুট দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণে ফিলিং স্টেশনের কেনোপি (এক ধরনের ছাদ) ভেঙে গেছে। ঘটনাস্থলের কাছাকাছি থাকায় ট্রাক শ্রমিক হিমেল আহত হন। তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিস্ফোরণের পরপর চালক ফিরোজ পালিয়ে যান। সাদ্দামের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ফিলিং স্টেশনের জেনারেল ম্যানেজার মহেষ রায় বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তবে সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন ৪টা ৫০ মিনিটে গ্যাস নেওয়া শেষ হয়েছে। এর পর চালকের সহকারী সাদ্দাম ফিলিং স্টেশন থেকে বালতিতে পানি নিয়ে পরিষ্কার করার জন্য ট্রাকের দিকে যান। মহেষ রায় বলেন, গ্যাস নেওয়ার পরও সিলিন্ডার গরম থাকে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারে পানি দেওয়ার কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে পুলিশ বলছে, গ্যাস নেওয়ার শেষ পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ কিনা তা পরীক্ষা করে দেখার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সাদ্দামের চাচাতো ভাই মামুন তালুকদার জানান, সাদ্দামের গ্রামের বাড়ি শরীয়তপুরে। দুই ভাইয়ের মধ্যে সাদ্দাম ছোট। ৩ বছর আগে ঢাকায় এসে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত-৫ কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম বান্দরবানে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ অনুপ্রবেশের দায় ভারতীয় নাগরিক ২,সহোদর কে আটক করে বিজিবি দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা