ট্রাম্পের নির্বাচনি মামলার শুনানি ৩ বছর পেছানোর অনুরোধ – দৈনিক গণঅধিকার

ট্রাম্পের নির্বাচনি মামলার শুনানি ৩ বছর পেছানোর অনুরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৪৭ 45 ভিউ
নির্বাচনী ফল পালটে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন ট্রাম্পের আইনজীবীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে এ অনুরোধ জানান তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসের শুরুর দিকে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগনামায় মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মিথ্যা তথ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জয়ী ঘোষণা করা থেকে কংগ্রেসকে বাধা দেওয়া এবং ভোটের দেওয়া রায় থেকে তাদের বঞ্চিত করা। মামলার কৌঁসুলিরা বলেছেন, সেই সময় নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করেই নিজের মিথ্যা দাবিকে সত্য বলে প্রচার করতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন। এছাড়া তিনি ক্যাপিটল হিলে সহিংস হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে- ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও পরাজিত প্রার্থী (ট্রাম্প) ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন।’ এ মামলার বিচারক নিযুক্ত হয়েছেন তানিয়া চুটকান। বৃহস্পতিবার ওয়াশিংটনে তার আদালতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আবেদন জানান, যেন ট্রাম্পের এ মামলার শুনানি তিন বছর পিছিয়ে ২০২৬ সালের এপ্রিলে নির্ধারণ করা হয়। এ আবেদন গৃহীত হলে ট্রাম্পের এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনেরও প্রায় দুই বছর পর। আদালতে আবেদনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্পের অ্যাটর্নি বলেন, ‘জনগণের ইচ্ছা হলো ন্যায্য এবং সুষ্ঠু বিচার, তাড়াহুড়োর মধ্যে কোনো রায় নয়।’ তবে এর আগে, এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জ্যাক স্মিথ একই দিনে আদালতের কাছে আরজি জানান- এ মামলার শুনানি ২০২৪ সালের জানুয়ারি মাসের ২ তারিখে নির্ধারণ করার আবেদন করেন। এ তারিখ আবার রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের প্রথম দফা ভোটের মাত্র দুই সপ্তাহ আগে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) হামলা চালান। অভিযোগে ষড়যন্ত্রকারী হিসেবে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজন মার্কিন রাজনীতিক রুডি গিলিয়ানি বলে মনে করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৩ আগস্ট ট্রাম্পকে ওয়াশিংটনের একটি আদালতে তলব করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ার স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠান CEL এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ভূ-রাজনীতির ফাঁদে বাংলাদেশ শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির! ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন বেরিয়ে আসছে ব্যাটারদের হতশ্রী চেহারা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি: শিক্ষামন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ চার অগ্রাধিকার নীতি ঘোষণা চালকের কিস্তি আর সংসারের চাকা ঘুরাল ‘টিম পজিটিভ বাংলাদেশ’ রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হয় না: ফখরুল পিটার হাসের বক্তব্যের প্রতিবাদে যা বললেন সাংবাদিকনেতারা ‘কোনো চুক্তিতে দেশে ফিরছেন না নওয়াজ শরিফ’ পদার্থে নোবেল পেলেন ৩ জন ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম সেপ্টেম্বরে সারা দেশে ১৫৭৭ অগ্নিকাণ্ড, ১১ প্রাণহানি ৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার! এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে