
নিউজ ডেক্স
আরও খবর
ডেঙ্গু রোগীর ৭৫ শতাংশই ডেন-২তে আক্রান্ত

ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৭৫ ভাগই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ এ আক্রান্ত হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার বুধবার এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২০০টির মধ্যে ১৫১টিতেই ডেন-২ পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩। তবে এই পিসিআর পরীক্ষায় ডেন-১ এবং ডেন-৪ আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। মে থেকে জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ডেঙ্গু পরীক্ষা করাতে আসা রোগীদের ওপর এই সার্ভিলেন্স (রোগের নজরদারি) করা হয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টারের ভাইরালোজি বিভাগের প্রধান ও এই গবেষণার নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডা. মুনিরা পারভিন। তিনি বলেন, এনএস-১ ও আইজিএম পজিটিভ ডেঙ্গু রোগীর মধ্যে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে যাদের এনএস-১ ও আইজিএম পজিটিভ আসেনি কিন্তু উপসর্গ ছিল তাই ডেঙ্গু নিশ্চিত হতে তাদেরও পিসিআর টেস্ট করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ বলেন, বিগত বছরগুলোতে ডেন-৩ আধিক্য ছিল। এবার যেহেতু ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে, ফলে তারা কোন সেরোটাইপে আক্রান্ত হচ্ছে সেটি দেখতে নিজেদের উদ্যোগে এই সার্ভিলেন্স করা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।