থাপ্পড় কান্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক! – দৈনিক গণঅধিকার

থাপ্পড় কান্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ৯:৫৯
বরাবরই তিনি বিতর্কের রানি হয়ে বলিউড জমিয়ে রেখেছেন। শুরুটা হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে প্রেমের দাবি তুলে। সেই প্রেম বিতর্কে হৃতিক রোশন অনেকটাই নাজেহাল হয়েছেন। নায়িকার সঙ্গে ঘটিয়েছেন প্রফেশনাল সম্পর্কের ইতি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এরপর অবশ্য কঙ্গনার বিতর্ক মন্তব্য ক্রমশ ছড়িয়েছে সমাজ, ধর্ম, রাজনীতি, স্বজনপ্রীতিসহ নানা বিষয়ে। সদ্য সমাপ্ত ভারতের নির্বাচনেও সবচেয়ে বড় শিরোনাম কিংবা বিতর্কের রানি হয়ে ধরা দিলেন এই বলিউড কুইন! প্রথমবার সংসদ সদস্য হিসেবে বিজয় ঘরে তুলেও ফিরতি পথে বিমানবন্দরে চড় খেয়ে বসলেন এক নিরাপত্তার কাজে নিয়োজিত জওয়ানের হাতে। সেই চড়কাণ্ডে বলিউড টু দিল্লি নড়েচড়ে বসেছিল। কঙ্গনার পক্ষে-বিপক্ষে উঠেছিল নানা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার ঝড়ে কঙ্গনার পাশে সব অভিমান-ক্ষোভ ভুলে অনেকটা নীরবে দাঁড়িয়ে গেলেন প্রাক্তন প্রেমিক হৃতিক! কঙ্গনা অবশ্য এখন শুধুই অভিনেত্রী নন, ভারতের মান্ডির সংসদ সদস্য। আর তাই কি পুরনো দ্বন্দ্ব ভুলে চড়কাণ্ডে ‘কুইন’-এর পাশে দাঁড়ালেন বলিউডের ‘গ্রিক গড’! এমনই প্রশ্ন এখন ভাসছে অন্তর্জালে। সাংবাদিক ফায়ে ডি’সুজা নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিমানবন্দরে সংসদ সদস্য কঙ্গনাকে চড় মারার পরিপ্রেক্ষিতে বলছি, হিংসা কখনোই উত্তর হতে পারে না। বিশেষ করে আমাদের দেশে তো নয়ই, যেখানে গান্ধীর অহিংসার আদর্শ রয়েছে। কারও মতামত এবং বিবৃতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতেই পারে, তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ, এটা বিপজ্জনক। নিরাপত্তার ইউনিফর্ম পরে কেউ কীভাবে সহিংসতার পথে প্রতিক্রিয়া দেখাতে পারেন! ভাবুন তো, গত দশ বছরে আমরা যারা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি তারা যদি বিমানবন্দরে সেই ক্ষমতার সঙ্গে একমত কনস্টেবলদের দ্বারা আক্রান্ত হই!’ সাংবাদিক ফায়ে ডি’সুজার এই পোস্টে লাইক দিয়েছেন হৃতিক রোশন। পুরনো তিক্ততা ভুলে হৃতিকের এভাবে কঙ্গনার পাশে দাঁড়ানোয় অবাক নেটাগরিকরা। তবে শুধু হৃতিক রোশনই নন, ‘বলিউড মাফিয়া’ করণ জোহর শিবিরের সদস্য বলে কঙ্গনা যাকে বারবার আক্রমণ করেছেন, সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক দিয়েছেন। এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগেই তার পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, অনুপম খের, শেখর সুমনরা। বলা ভালো, ব্লকবাস্টার ছবি ‘কৃষ-৩’ ও ‘কাইট’-এর মতো ছবিতে হৃতিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা। সেসময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে প্রেমের কথা কোনোদিনই মনে নেননি হৃতিক। তবে কঙ্গনার দাবি ছিল, হৃতিক তার সঙ্গে সম্পর্কে ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত