
নিউজ ডেক্স
আরও খবর

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস

কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর

যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি

সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ!

সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়!

ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুদক সচিব-রিচার্ড নেফিউ বৈঠক অর্থ পাচার, দুর্নীতি রোধের কৌশল নিয়ে আলোচনা

অর্থপাচারসহ দুর্নীতি প্রতিরোধে কী কী নতুন কৌশল গ্রহণ করা যায় তা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউের নেতৃত্ব একটি দল।
রোববার বিকালে বৈঠক শেষে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, রিচার্ড নেফিউর দুদকে আগমন ও তাদের সঙ্গে বৈঠক নির্বাচনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং এ জাতীয় কোনো আলোচনা হয়নি।
দেশের বিপুল অর্থপাচার হয়ে গেছে সেগুলো ফিরে পাওয়ার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এগুলো আলোচনার বিষয়ই ছিল না। আজকে প্রাথমিকভাবে তারা দেখা করলেন এবং একটা ধারণা নিলেন। পরবর্তী সময়ে তারা আগ্রহ প্রকাশ করলে তখন কোন কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায় সেটা আলোচনা হতে পারে।
দুদক সচিব বলেন, তারা মূলত এসেছেন দুর্নীতি দমন কমিশন কীভাবে কাজ করে, এখানে আইন বিধি-বিধান সম্পর্কে তার ধারণা নিয়েছেন। আপনারা জানেন দুর্নীতি এখন আর একটি দেশের সমস্যা নয়, এটি গ্লোবাল ইস্যু। বৈশ্বিকভাবে কীভাবে তথ্য আদান-প্রদান করা যায় সে বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রিচার্ড নেফিউ গিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় ঢাকায় তার এই সফর। এর পর তিনি ভারতে জি-২০তে যাবেন ।
দুদক সচিব বলেন, এখানে দুর্নীতি দূর করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং কীভাবে তথ্য আদান-প্রদান করা যায়, এমএলএআর, অ্যাসেট রিকভারি আরও সহজ কী করে হতে পারে, পারস্পরিক সহযোগিতা কীভাবে পাওয়া যেতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হতে পারে।
রিচার্ড নেফিউ ছাড়াও বৈঠকে অংশ নেন প্রতিনিধি দলের দুই সদস্য, দুর্নীতি দমন বিশ্লেষক ডিল্যান এইকেনস ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা ম্যাক্স মার্টিন।
বৈঠকে দুদক সচিব ছাড়াও কমিশনারের পক্ষ থেকে অংশ নেন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, আক্তার হোসেন ও পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ। প্রতিনিধি দল তিন দিনের এই সফরে দুদক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্নীতি দমন নিয়ে কাজ এমন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।