নিজেদের বিয়েতে নাদিয়া-সালমানের হোলি উৎসব – দৈনিক গণঅধিকার

নিজেদের বিয়েতে নাদিয়া-সালমানের হোলি উৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:০৬
ব্যাক টু ব্যাক অভিনয় অঙ্গন থেকে দুটো বিয়ের চমক এলো দু’দিনে। দুজনই টিভি অঙ্গনের পরিচিত মডেল-অভিনেত্রী। যদিও তাদের বিয়ে আয়োজন দুটোতে রয়েছে বৈচিত্র্যের ছাপ। এরমধ্যে নায়িকা চমক তো চমকেই দিলেন মাদ্রাসায় ঢুকে ৯ টাকার কাবিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে। তার আগেই অবশ্য আরেক টিভি মুখ সালহা খানম নাদিয়ার বিয়ের সানাইয়ের সুর কানে এসেছে গণমাধ্যমে। তবে এই বিয়েটি চমকের মতো নয়। অনেকটাই চেনা ঢংয়ে, পারিবারিক আবহে দারুণ আনুষ্ঠানিকতা আর ফটো সেশনের ভেতর দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে নাদিয়ার। না। দেনমোহরের তথ্য এখনও প্রকাশ্য নয়। অনুমান করা যাচ্ছে এটিও নিয়মের বাইরে নয়। অর্থাৎ চমকের মতো অস্বাভাবিক কোনও সংখ্যা (৯ টাকা) নয় নিশ্চয়ই। তবে পাত্রের চমক দুজনরাই কাছাকাছি। দুটোই প্রেমের বিয়ে, যদিও মিডিয়া টের পায়নি একদমই। দুজনের পাত্রই দর্শক বা গণমাধ্যমের কাছে তেমন পরিচিতি মুখ নন, যেমনটা স্ত্রীরা। বিয়ের তথ্য জানা যাক। সালহা খানম নাদিয়ার বরের নাম সালমান আরাফাত। তিনি মূলত মডেল। তবে চেষ্টা করেন অভিনয়েরও। তার উঠে আসা ‘চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতা থেকে। এক নয়, তিন নয়, দশ নয়; তিনি এখানে সেরা ১৫ জনের একজন ছিলেন। সেই মডেল সালমানের সঙ্গে শুক্রবার (২১ জুন) বিয়ে বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার উল্লেখযোগ্য অভিনেত্রী নাদিয়া। এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২২ জুন) হানিমুনেও চলে গেছেন নবদম্পতি। নাদিয়া সোশ্যাল হ্যান্ডেলের দেয়ালে প্রকাশিত সুইমিংপুলের ছবি দেখে অন্তত তাই অনুমেয়। মূলত তার পরই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক বিয়ের ছবি প্রকাশ করতে থাকেন নাদিয়া। যেখানে সালমান-নাদিয়াকে দেখা গেছে বিয়ের আসরে হোলি উৎসবে মেতে উঠতে। যেমনটা সচরাচর দেখা মেলে না। ক্যাপশনে লিখে দিলেন, ‘জীবনের নতুন রঙে...’। অনুমান করা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা বেশ বড়ই ছিলো। তবে সেটিতে তেমন কোনও সতীর্থের উপস্থিতি লক্ষ করা যায়নি। জানা গেছে, বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া তেমন কেউই জানতো না নাদিয়া-সালমানের বিয়ে প্রসঙ্গে। সেটি জানান দিতেই সম্ভবত পুরো আয়োজনের চমৎকার সব ফটোগ্রাফির আয়োজন রেখেছেন তারা। যেগুলো শনিবার (২২ জুন) সকাল থেকে ক্রমশ প্রকাশ্য।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দাম বাড়বে না হাহাকার বাসাবাড়ি শিল্পকারখানায় ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট। শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১ আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১১ এর রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার