নুসরাতের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল – দৈনিক গণঅধিকার

নুসরাতের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ১০:০৯
ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এমপি অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এদিকে তৃণমূলের এমপি অভিনেত্রী নুসরাতের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন বিজেপি নেতা, অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়াটা শাসক দলের স্বভাব। এখন দেখা যাচ্ছে, দলটা এতটাই দুর্নীতিপ্রবণ যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহিলা শিল্পীদেরও জড়িয়ে ফেলছে। তিনি বলেন, তৃণমূল দলটার অলিখিত কর্মসূচি হল, দুর্নীতি করতে না পারলে, মানিয়ে নিতে না পারলে এই দলে কোনও উন্নতি নেই। সেই কারণেই হয়ত নুসরাত জাহান, সায়নী ঘোষেরা এই টাকা সংক্রান্ত লেনদেনে নিজেদের জড়িয়ে ফেলেছেন। যাঁদেরকে বিভিন্ন পদ, সম্মান দিয়ে MP, MLA করা হয়েছে, তারাই মানুষকে ঠকিয়ে ভোট নেওয়ার রাস্তার করছেন। আর তাতে শিল্পীরাও ফেঁসে গেছেন। কেন্দ্রীয় সরকারে আবাস যোজনার টাকা এখানে যেভাবে লুঠ হয়েছে, শহরে সেই একই কাজ করছেন শাসক দলের তারকা এমপিরা। বাংলার সঙ্গে এরা শিল্পীদের নামও কলুষিত করছেন। রুদ্রনীল আরও বলেন, আমি নুসরাতের সাংবাদিক বৈঠক দেখেছি। এটাও দেখেছি যে কীভাবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালিয়ে গেছেন। নুসরাত জানতেন যে নিম্ন আদালতে মামলা হয়েছে। অভিযোগ আসার আড়াই দিনের মাথায় সাংবাদিক বৈঠক করলেন, তবে নিজের বক্তব্য বলার জন্য, বাকি প্রশ্নের উত্তর দিতে নয়। সম্প্রতি কলকাতার মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার বিরুদ্ধে ফ্ল্যাট তৈরি করে দেওয়ার নাম করে প্রবীণ অবসরপ্রাপ্ত বৃদ্ধদের থেকে ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০১৪ সালে এই টাকা নেওয়া হয় বলে দাবি। সে সময় ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন এমপি অভিনেত্রী নুসরাত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই নোয়াখালী-কুমিল্লা-ফেনীতে ভারী বৃষ্টি থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুর কারাগারে বন্দিদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার নিয়ন্ত্রণে আসেনি জামালপুর জেলা কারাগার, রাতেও থেকে থেমে চলছে গুলি গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ কর্মী নিহত