
নিউজ ডেক্স
আরও খবর

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

দৌলতদিয়ার ‘নীলা’ হয়ে ওঠার গল্প…
নুসরাত ফারিয়ার জন্য গান বাঁধলেন ফুয়াদ

নায়িকা হিসেবে নুসরাত ফারিয়ার পরিচিতি। তবে গানেও তার বিশেষ দখল আছে। ইতোপূর্বে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। একক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেও হয়েছেন আলোচিত। সেই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে আসছেন ফারিয়া।
এবার ফারিয়ার জন্য গান বাঁধলেন দেশের মডার্ন মিউজিকের অন্যতম সফল সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। খবরটি ইনস্টাগ্রাম বরাতে ফুয়াদ নিজেই প্রকাশ্যে এনেছেন। জানা গেছে, ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়ে গেছে।
একাধিক ছবি শেয়ার করে ফুয়াদ লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং; তখন তার উচ্ছ্বাসটা দেখার মতো ছিল। সে বলেছে, আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং বিশ্বাস করতে নিজেকে চিমটিও কেটেছিল সে!’
তবে ফুয়াদ জানান, তিনিও ফারিয়ার কাজ পছন্দ করেন। তার ভাষ্য, ‘আন্তর্জাতিক পর্যায়ে নিজের কাজ দিয়ে মাতিয়ে যাচ্ছে ফারিয়া। তার সঙ্গে কাজ করে আমি নিজেও একই অনুভূতি পেয়েছি। এই পারস্পরিক প্রীতি অব্যাহত থাকুক।’
ফুয়াদের সূত্রে জানা গেলো, নতুন এই গান লিখেছেন বাঁধন। তিনি এর আগেও ফারিয়ার জন্য গান লিখেছিলেন। গানে নায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় তরুণ সঞ্জয়। গানটি কবে, কোথায় প্রকাশ হবে, তা অবশ্য জানাননি কেউ। তবে ধারণা করা হচ্ছে, কলকাতার এসভিএফ থেকেই আসতে পারে। এর আগে ফারিয়ার সবক’টি গানই প্রকাশ হয়েছিল এই প্রতিষ্ঠান থেকে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশ হয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। এরপর এক এক করে তিনি উপহার দিয়েছেন ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’ গানগুলো।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।