
নিউজ ডেক্স
আরও খবর

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

দৌলতদিয়ার ‘নীলা’ হয়ে ওঠার গল্প…
‘প্রতিযোগিতা না থাকলে খেলে মজা পাওয়া যায় না’

টিভি জগতের জনপ্রিয় অভিনেতা আনিকা কবির শখ। বিজ্ঞাপন, নাটক, সিনেমায় ছড়িয়েছিলেন সৌন্দর্যের দ্যুতি। কিন্তু হঠাৎ আড়ালে চলে যান। বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ফিরেছেন তিনি। ফিরেই জানালেন, প্রতিযোগিতা না থাকলে খেলে মজা পাওয়া যায় না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
শখ বলেন, ‘ব্রেক নিয়েছি। আসলে আমার কিছু কাছের মানুষ ব্রেক নিতে বাধ্য করেছে। কারণ আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়ে গেছে। একই সঙ্গে আমার সেলফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব হ্যাক হয়ে গিয়েছিল। সেগুলো ফিরিয়ে আনতে আনতে আমি আসলে হতাশ হয়ে গিয়েছিলাম। একটা সময় গিয়ে মনে হলো, ঠিক আছে বাদ দেওয়া যাক। তবে আমি বিশ্বাস করি কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুরু করেছি যে, আমার বিশ্বাস ছিল— আমার দর্শক আমাকে ভুলে যাবে না।’
তিনি বলেন, ‘আমিও কারও সন্তান। আমারও সংসার, সন্তান আছে। ওই জায়গাটা তো ভুলে গেলে চলবে না। ওই জায়গাটাও আমার ঠিক রাখতে হবে। শুধু যে আমি একজন শিল্পী তা তো নয়। একটু ব্রেক নিয়ে আমার পারিবারিক জায়গাটাও আমি ঠিক রেখেছি।’
এর পর তিনি বলেন, ‘এখন আবার ফিরে এসেছি। নিয়মিত কাজ করব। আর উৎসব আয়োজনেও শখকে পাওয়া যাবে। কারণ খালি মাঠে সবাই গোল মারতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার সে সব সময় খেলতে পারে। তাকে যে মাঠে ছেড়া দেওয়া হোক না কেন। হ্যাঁ, প্রতিযোগিতা না থাকলে আসলে খেলে মজা পাওয়া যায় না। আমার মনে হচ্ছে মাঠটা খালি। প্লিজ কেউ আসো, আমার সঙ্গে প্রতিযোগিতায়।’
এ সময় শখ জানান, লম্বা সময় পর ফিরলেও নির্মাতা ও অভিনয়শিল্পীরা আগের মতোই গ্রহণ করেছেন তাকে। সেই সঙ্গে তার অভাব বোধ করার কথাও জানিয়েছেন, যা শখকে বেশ আপ্লুত করেছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।