বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ অভিযুক্ত: রব – দৈনিক গণঅধিকার

বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ অভিযুক্ত: রব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৬:১৪
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ এককভাবে অভিযুক্ত। এছাড়া কারাগারে জাতীয় চার নেতার হত্যা সংঘটিত হয়েছে আওয়ামী লীগ নেতার নির্দেশে। একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন ও বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি তাও আওয়ামী লীগের হাতে। ’৭৫-এর পটপরিবর্তনের অন্যতম দায় আওয়ামী লীগের। বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ’ বিষয়ে এ সভার আয়োজন করে জেএসডি। সভাপতির বক্তব্যে আ স ম রব বলেন, সিরাজুল আলম খান বাঙালির প্রাণপুরুষ। তিনি স্বাধীনতার সঙ্গে দেশ বিনির্মাণের স্বপ্নও দেখেছেন। ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন। তিনি বলেন, দেশ শাসনে রাজনৈতিক দলের সঙ্গে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগোষ্ঠীর অংশীদারত্বের দাবি উত্থাপন করেছেন। শাসনতন্ত্র ও শাসনতান্ত্রিক রূপরেখা উপস্থাপন করেছেন। সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। সভায় বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি, জেএসডি নেতা তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, মোশাররফ হোসেন, সামসুল আলম নিক্সন প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক