বলাৎকার মামলায় কুড়িগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেফতার – দৈনিক গণঅধিকার

বলাৎকার মামলায় কুড়িগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৩ | ১২:৩৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মে) উপজেলার দাশিয়ারছড়া ইউনিয়ন থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রোববার সকালে ছাত্রলীগ নেতা জয়ন্ত তার বাড়িতে ডেকে নিয়ে দুই কিশোরকে বলাৎকার করেন। পরে ভুক্তভোগী এক কিশোরের দাদা শামসুল হক বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ওই দুই কিশোর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলার বাদী শামসুল বলেন, ঘটনার দিন সকালে আমার নাতিসহ তারা চার বন্ধু ফুলবাড়ী শিশুপার্কে ঘুরতে যায়। জয়ন্তের সঙ্গে আগে থেকে তাদের কোনো পরিচয় ছিল না। উপজেলা পরিষদ গেটের সামনে জয়ন্তের কফিশপ আছে। সেখানে সে সবাইকে ডেকে নেয়। সেখানে পরিচয় হওয়ার পর কৌশলে ওই চার বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে যায় জয়ন্ত। পরে তিনজনকে বাড়ির সামনে চায়ের দোকানে রেখে একজনকে ভেতরে নিয়ে যায়। তিনি বলেন, ঘণ্টাখানেক পরও বন্ধু ফিরে না আসলে বাকি তিনজন ওই বাড়ির দিকে এগিয়ে যায়। দরজায় গিয়ে ডাক দিলে মারমুখী হয়ে দরজা খুলে আরও একজনকে আটক করে জয়ন্ত। অন্য দুই বন্ধু তখন ভয়ে পালিয়ে যায়। এরপর গেটে তালা দিয়ে মারধরসহ গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে দুপুর দুইটা পর্যন্ত ওই দুইজনকে আটকে রেখে বলাৎকার করে জয়ন্ত। পরে একটি রিকশা ভাড়া করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে আমার নাতি অসুস্থ হয়ে পড়লে তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি আমাদের জানায়। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে থানায় জয়ন্তের বিরুদ্ধে মামলা করি। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, কারও ব্যক্তিগত কোনো অপরাধের দায়ভার সংগঠনের না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, দুই কিশোরের মধ্যে একজনে দাদা বাদী হয়ে থানায় মামলা করলে জয়ন্তকে গ্রেফতার করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই নোয়াখালী-কুমিল্লা-ফেনীতে ভারী বৃষ্টি থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা