বাংলাদেশের টিকে থাকার লড়াই – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের টিকে থাকার লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৮:৩৭
বাংলাদেশের জয়যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াল ইংল্যান্ড। প্রায় সাত বছর পর নিজেদের আঙিনায় সিরিজ হারের হুমকির মুখে বাংলাদেশ। গত সাত বছরে দেশের মাটিতে সিরিজের প্রথম ম্যাচ হারলেন তামিম ইকবালরা। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশ অলআউট হয় ২০৯ রানে। বোলাররা দারুণ বোলিংয়ে এই ম্যাচটিকে চ্যালেঞ্জিং বানিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত দাভিদ মালানের ধৈর্যশীল সেঞ্চুরিতে তিন উইকেটে জয় পায় ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। বাংলাদেশের জন্য আজ দ্বিতীয় ওয়ানডে বাঁচা-মরার। হারলেই সিরিজ হাত ছাড়া। সেই সঙ্গে ঘরের মাটিতে সিরিজ জয়ে ছেদ পড়বে। ইংল্যান্ড পেয়ে যাবে বিশ্বকাপের আগে উপমহাদেশে ভালো করার অনুপ্রেরণা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। আগের ম্যাচে গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা। আজ শুক্রবার ছুটির দিন, গ্যালারি হয়তো থাকবে ভরা। দ্বিতীয় ম্যাচের উইকেট কেমন হবে? এটি শিশুতোষ প্রশ্ন। মিরপুরে আবার কেমন উইকেট হবে? প্রথম ম্যাচের উইকেটের মতো হবে আর কী! যেখানে স্পিনারদের সামলাতে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটারদের। পেসারদের জন্যও থাকবে সুবিধা। দুপুর ১২টায় ম্যাচ শুরু হওয়ায় রাতের শিশিরের কবলে পড়ার সম্ভাবনা থাকছে না। এদিকে মালান বাংলাদেশে এর আগে সব মিলে ৫২টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে ২৪টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৮টি ম্যাচ। শুধু মিরপুরেই তিনি খেলেছেন ২৭ ম্যাচ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এই মাঠে অবিরাম ম্যাচ খেলে যাচ্ছেন। কিন্তু অভিজ্ঞতা বা শিক্ষা কিছুই কাজে লাগাতে পারলেন না। বিপিএলে ভালো করার ধারাবাহিকতা ধরে রেখেছেন নাজমুল হোসেন। আগের ম্যাচে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫৮)। কিন্তু মালান হতে পারেননি নাজমুল। পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। বাংলাদেশের চিন্তা টপঅর্ডার নিয়ে। ভারতের বিপক্ষেও টপঅর্ডার ব্যর্থ হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচে তাই হলো। এবার লোয়ার অর্ডারে মেহেদী হাসান মিরাজ রুখে দাঁড়াতে পারেননি। জয়ে ফিরতে হলে অবশ্যই ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান যদি দুএকটা উইকেট এনে দিতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত। তবে প্রথম হাফ সেঞ্চুরির পর ইনিংসটা লম্বা করতে না পারায় যে বড় ভুল হয়েছে সেটা বুঝতে পেরেছেন নাজমুল। তিনি বলেন, ‘মাত্র একটা ম্যাচে রান করলাম। প্রথম ম্যাচে অনেক ভুল করেছি। যদি ইনিংসটা বড় করতে পারতাম, তাহলে হয়তো ২৪০-২৫০ রান হয়ে যেত।’ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে। দুএকটা পরিবর্তন দেখা যেতে পারে ইংল্যান্ডের একাদশে। তাদের মালান ছাড়া আর কেউ উইকেটে টিকে থাকতে পারেননি। ইংল্যান্ডের পঞ্চম বয়স্ক ব্যাটার হিসাবে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন মালান। তাদের বোলিংয়েও ছিল না খুব বেশি চমক। তারা ২৬ রান অতিরিক্ত দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে। ওয়ানডে সিরিজে একদিন বিরতি থাকায় দুদলই কাল অনুশীলন করেনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা