বাংলাদেশের সামনে ভারতের ১৯৭ রানের লক্ষ্য – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের সামনে ভারতের ১৯৭ রানের লক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৪৯
সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ১৯৬/৫ সাকিব আল হাসান রোহিত শর্মাকে ফিরিয়ে পেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫০তম উইকেট। বাংলাদেশের স্পিনারের অনন্য কীর্তি ঢাকা পড়েছে অ্যান্টিগায় ভারতের ব্যাটিং ঝড়ে। বোলারদের ওপর শুরু থেকে চড়াও হয়েছেন ভারতের ব্যাটাররা। রোহিত (২৩) ও বিরাট কোহলি (৩৭) শুরু থেকে চাপ তৈরি করেন। দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে স্ট্রাইক রেট ছিল দারুণ। এরপর রিশাভ পান্ত (৩৬) ও শিবম দুবে (৩৪) ক্যামিও ইনিংস খেলেন। আর ইনিংসের শেষ বলে চার মেরে ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের সামনে রান পাহাড় গড়েন হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত, যা এই ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান, চার ওভারে ৪৮ রান দিয়ে উইকেট পাননি তিনি। রিশাদ ৩ ওভারে ৪৩ রান দেন এবং সমান সংখ্যক বল করে সাকিব দেন ৩৭ রান। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন মাহমুদউল্লাহ, ২ ওভারে দেন মাত্র ৮ রান। রিশাদের দ্বিতীয় শিকার হলেন শিবম দুবে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৩৪ বলে ৫৩ রানের জুটি গড়েন দুবে। করেন ২৪ বলে ৩ ছয়ে ৩৪ রান। পানি পানের বিরতির পর ফিরে মারমুখী হয়ে ওঠেন রিশাভ পান্ত। মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ১১তম ওভারে ১৪ রান আদায় করেন তিনি। দুটি চার ও এক ছয় মারেন ভারতীয় ব্যাটার। পরের ওভারে রিশাদ হোসেন বল হাতে নিয়েও সুবিধা করতে পারছিলেন না। টানা দুটি ছয় ও চার হজম করেন বাংলাদেশি স্পিনার। চতুর্থ বলে তিনি শর্ট থা্র্ডে তানজিম হাসান সাকিবের ক্যাচ বানান পান্তকে। ১০৮ রানে চার উইকেট পড়লো ভারতের। ২৪ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩৬ রান করেন পান্ত। আগের ওভারে রিশাদ হোসেনের কাছ থেকে ১৫ রান আদায় করে নেন বিরাট কোহলি ও রিশাভ পান্ত। ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তারা। তানজিম হাসান সাকিব নবম ওভারে বল হাতে নিয়ে ভেঙে দিলেন ৩২ রানের এই জুটি। প্রথম বলে কোহলিকে বোল্ড করেন তিনি। ২৮ বলে ১ চার ও ৩ ছয়ে ২৭ রানে থামেন ডানহাতি ব্যাটার। সূর্যকুমার যাদব নেমেই ছক্কা মারলেও পরের বলে লিটন দাসকে কাচ দেন। ৭৭ রানে ৩ উইকেট হারালো ভারত। ১০ ওভারে তাদের রান ৩ উইকেটে ৮৩। সাকিব আল হাসান দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে রোহিত শর্মার কাছে তিন বলের মধ্যে ছয়-চার হজম করেন। ভারতের অধিনায়ক আরেকটি বড় শট খেলতে চেয়েছিলেন, পারেননি সীমানা ছাড়াতে। চতুর্থ বলে কাভারে জাকের আলীর ক্যাচ হন তিনি। রোহিত ১১ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করেন। ৩.৪ ওভারে ৩৯ রানে ওপেনিং জুটি ভাঙলো। আর তাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েন সাকিব। প্রথম দুই ওভারে ২৫ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। রোহিত বিদায় নিলেও বিরাট কোহলি দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ভারতকে ৫৩ রান এনে দিতে অবদান রাখেন। প্রথম ওভারে মেহেদী হাসান ভালোই বোলিং করছিলেন। শেষ বলে চার দিলেন তিনি। পরের ওভারে সাকিব আল হাসান বল হাতে নিয়ে খরুচে। একটি করে চার ও ছয় হজম করেন বাংলাদেশের স্পিনার, দেন ১৫ রান। প্রথম দুই ওভারে তারা ভারতকে দিয়েছে ২৩ রান। ওপেনিংয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। নাজমুল হোসেন শান্ত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক জানান, ‘আমরা তাদের অল্প রানে আটকে দিতে চাই। আমার মনে হয় ১৫০-১৬০ ভালো স্কোর হবে।’ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। তাসকিন আহমেদ খেলছেন না। জাকের আলী ঢুকেছেন। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস মেথডে ২৮ রানে হেরেছে তারা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ সামনে রেখেই আজ শনিবার শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের ময়দানে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। তবে শনিবার ব্যাটিং-বোলিংয়ে ‘এক্সট্রা অর্ডিনারি’ পারফর্ম করে ইতিহাসটা পাল্টে দিতে প্রত্যয়ী নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা