বাংলাদেশে বেলজিয়ামের রানি – দৈনিক গণঅধিকার

বাংলাদেশে বেলজিয়ামের রানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:১৮
বেলজিয়াম ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি হলেও প্রভাব কিন্তু কম নয়। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়াম ইউরো জোনে অবস্থিত হওয়ায় এখন দেশটিতে প্রচলিত মুদ্রার নাম ইউরো। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। আগে বেলজিয়ামের রাজারা দেশ শাসনের ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। যদিও এখন সেই অবস্থা নেই, তারপরেও বেলজিয়ামের রাজনীতি একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। সেখানে রাজা বা রানি হলেন রাষ্ট্রের প্রধান। এ কারণে বেলজিয়ামের রাজা বা রানিকে বিশ্বের অনেক দেশ শ্রদ্ধা করে! বেলজিয়ামের বর্তমান রানি হলেন মাথিল্ড ম্যারি ক্রিস্টিন। তিনি অনেক চ্যারিটেবল সংগঠনের সঙ্গে যুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রানি ম্যাথিল্ডে ফান্ড, ইউনিসেফ বেলজিয়াম, স্যাওয়াব ফাউন্ডেশন প্রভৃতি। আন্তর্জাতিক সংগঠনের হয়ে কাজ করছেন ইউনাইটেড নেশনস সাসটেইনবেল গোল, ফেডারেল কাউন্সিল ফর সাসটেইনেবেল ডেভেলমেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ রাষ্ট্রদূত ইত্যাদি। জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন। তাদের একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবেই ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে তিনদিনের জন্য তিনি বাংলাদেশ সফর করেন। বেলজিয়ামের রানি মাথিল্ডের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো- রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ বেলজিয়াম সম্পর্ক, জলবায়ু বিষয়ক কর্মসূচি, জেন্ডার সমতা, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, পণ্যের দায়িত্বশীল ব্যবহার ও উৎপাদন, গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক জাতিসংঘের কর্মসূচিভিত্তিক কার্যক্রম প্রভৃতি। বাংলাদেশে বেলজিয়ামের রানির সফর ছিল ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশকে যেন একেবারে হাতে কলমে দেখা। এ কারণে সফরের তিনদিনই তিনি ছুটে বেড়িয়েছেন নারায়ণগঞ্জের গার্মেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, খুলনার উপকূলীয় অঞ্চল পর্যন্ত। নারায়ণগঞ্জের একটি গার্মেন্ট ফ্যাক্টরি পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশে তার সফর শুরু করেছিলেন। ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ফকির অ্যাপারেলস নামে কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। রানি দেখছেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর নিয়ম মেনে কাজ করছে কিনা। তিনি লক্ষ্য করেছেন যে, নারী শ্রমিকদের নিয়ে জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ খোঁজা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি স্বচক্ষে অনুধাবন করলেন বেলজিয়ামের রানি। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তিনি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। বেলজিয়ামের রানি রোহিঙ্গা শিশুদের ‘লার্নিং সেন্টার’- এ গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দুঃসহ নির্যাতন ও নিপীড়নের কাহিনী শুনেছেন। ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রমগুলো ঘুরে দেখেন। বেলজিয়ামের রানি ক্যাম্পের ভেতর নারীদের পরিচালিত মার্কেট পরিদর্শনকালে তাদের দোকান ঘুরে দেখে কথা বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে বেলজিয়ামের রানির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের গুরুত্ব অনেক। জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ যে সহায়তা দিচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে। যেমনÑ রানির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর বেলজিয়ামের সংবাদপত্রগুলোও গুরুত্বের সঙ্গে খবর পরিবেশন করেছে। ব্রাসেলস টাইমস পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করেছে। যার শিরোনাম Queen Mathilde visits the worldÕs largest refugee camp in Bangladesh। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশই প্রাকৃতিক বিপর্যয়ের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত ঝুলন্তপাড়া পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজিবিষয়ক বিশেষ দূত ও বেলজিয়ামের রানি মাথিল্ডে। উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি, এখানে না এলে কারও পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। এসব কিভাবে আমরা মোকাবিলা করছি, রানি তা নিজে দেখেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এটা উপকূলীয় ও দুর্যোগপূর্ণ এলাকাবাসীর কাছে ছিল দারুণ এক সুখবর। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনসিডিএফের সহায়তায় স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্পের অধীনে করা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে স্থানীয়দের পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রানি উপকূলীয় বাসিন্দাদের কাছ থেকে তাদের জীবন সংগ্রামের গল্পও শোনেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখার জন্য নৌকায় করে ঝুলন্ত পাড়ায় গমন করেন এবং এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ওঠার সংগ্রামে নিয়োজিত স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বেলজিয়ামের রানি বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করেন। নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন এবং নারী শিক্ষায় বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। বেলজিয়ামের রানি ম্যাথিল্ড ম্যারি ক্রিস্টিন বলেন, ‘আমি আপনাদের অগ্রগতি দেখে খুব খুশি।’ রানির এই উচ্ছ্বসিত প্রশংসা বেলজিয়ান রয়েল প্যালেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়। সেখানে বলা হয়- She is Prime Minister since 2009 and responsible for coordinating the implementation of the Sustainable Development Goals in her country. (Belgian Royal Palace’s Official account #MonarchieBe)। বেলজিয়ামের রানির এই সফর বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে বাংলাদেশের জনগণ ও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর গুরুত্ব তুলে ধরেছে। রানির এই সফরের মধ্য দিয়ে বেলজিয়াম তথা ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, বেলজিয়ামের রানির বাংলাদেশ সফর এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তার মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে। লেখক : অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন