বাথরুমের টাইলস পরিষ্কারের কৌশল

বাথরুমের টাইলস ভেজা ও স্যাঁতসেঁতে থাকলে যেমন পিছলে হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, তেমনি আর্দ্র পরিবেশে তৈরি হতে পারে নানা ধরনের ক্ষতিকর জীবাণু। আবার নিয়মিত অপরিষ্কার থাকলে দাগও গেঁড়ে বসতে পারে জেদি হয়ে। তাই সঠিক উপায়ে ও নিয়মিত বাথরুমের টাইলস পরিষ্কার করা জরুরি।
বাথরুমে কী ধরনের টাইলস আছে সেটা আগে বুঝে নিন। সিরামিক হলে লেবুর রস বা সাদা ভিনেগার অর্ধেক অংশ করে মিশিয়ে পরিষ্কার করুন। মার্বেল বা পাথর সহজেই অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের মেঝে হলে মার্বেল বা পাথর ক্লিনার, বা মৃদু সাবান পানিতে মিশিয়ে পরিষ্কার করুন।
সমপরিমাণে পানি এবং ভিনেগার মিশিয়ে ক্লিনিং এজেন্ট তৈরি করে নিন। মিশ্রণে একটি কাপড় ডুবিয়ে রাখুন এবং সেটি দিয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত টাইলস ঘষুন।
বাথরুমের টাইলস উজ্জ্বল করতে লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি স্প্রে বোতলে লেবুর রস নিয়ে সরাসরি টাইলসের ওপর রস স্প্রে করুন। তারপর একটি ভেজা ব্রাশ বা ফোমের স্পঞ্জ দিয়ে মুছুন। সরাসরি লেবুর রসে ডুবিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া বেকিং সোডা পাতলা করে ছিটিয়ে লেবুর রস দিয়ে পরিষ্কার করলেও দ্রুত পরিষ্কার হবে টাইলস।
আধা কাপ বেকিং সোডা, ১ চা চামচ তরল ডিশ সাবান এবং হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে রেখে দিন। এটি বাথরুমের টাইলসের উপর স্প্রে করুন। ১০ মিনিট রেখে দেওয়ার পর একটি ভেজা কাপড় দিয়ে টাইলস পরিষ্কার করুন।
ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন।
দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
সমপরিমাণ ভিনেগার ও গরম পানি মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।