
নিউজ ডেক্স
আরও খবর

৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা

আমেরিকা দখল কেন অসম্ভব?

ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া

ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮

ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রসঙ্গে ভারত
বারণসীতে মোদি বনাম প্রিয়াঙ্কা! আমেঠি থেকে লড়বেন রাহুল

২০২৪ সালে নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করাই লক্ষ্য। সেই টার্গেটে এবার রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। কোন কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী? কাকে দাঁড় করানো হবে নরেন্দ্র মোদির বিপরীতে? এ নিয়ে নানা জল্পনার মাঝে এবার মুখ খুলল কংগ্রেস।
কংগ্রেসের নবনিযুক্ত উত্তরপ্রদেশের সভাপতি অজয় রাই শুক্রবার বলেন, আজকে একটি বড় ঘোষণা রয়েছে। রাহুল গান্ধী আমেঠি থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়বেন।
একইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ইঙ্গিত দেন বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দলের প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রসঙ্গত, এর আগে আমেঠিকে কংগ্রেসের সবচেয়ে নিশ্চিত আসন হিসেবে দেখা হত। এই আসন থেকেই লড়তেন রাজীব গান্ধী। রাহুল গান্ধীও বাবার আসনে লড়েই জিতেছেন। কিন্তু, ২০১৯ সালে হিসেব ওলোট পালট হয়ে যায়। স্মৃতি ইরানির কাছে সে বছর তিনি পরাজিত হন। দীর্ঘ বছর পর আমেঠি আসনটি হাতছাড়া হয় কংগ্রেসের।
আমেঠির পাশাপাশি অবশ্য ২০১৯ সালে কেরালার ওয়েনাদ আসন থেকেও লড়েছিলেন রাহুল গান্ধী। সে আসনে তিনি জয়লাভ করেন। ২০২৪ সালের লোকসভাতেও রাহুল ওয়েনাদ থেকে দাঁড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সুবক্তা হিসেবে দলের অন্দরে বরাবরই জনপ্রিয় প্রিয়াঙ্কা গান্ধী। তিনি যে আগামী দিনে দলের বড় সম্পদ তা ২০২৪ নির্বাচনে ফের একবার প্রমাণ হয়ে যাবে বলেই মনে করছেন কর্মী সমর্থকরা। ফলে মোদির বিরুদ্ধে তাকেই বারাণসীতে প্রার্থী চাইছেন উত্তর প্রদেশের কংগ্রেস কর্মীরা। কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের নেপথ্যে যেভাবে তার অবদান ছিল, সেই বিষয়টিকেই কাজে লাগাতে চাইছেন সকলে। ফলে আগামী বছর লোকসভা নির্বাচনে সোনিয়া কন্যাকে বড় দায়িত্ব দেওয়া হবে, তা বলাই বাহুল্য।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।