বারণসীতে মোদি বনাম প্রিয়াঙ্কা! আমেঠি থেকে লড়বেন রাহুল – দৈনিক গণঅধিকার

বারণসীতে মোদি বনাম প্রিয়াঙ্কা! আমেঠি থেকে লড়বেন রাহুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৫৭ 40 ভিউ
২০২৪ সালে নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করাই লক্ষ্য। সেই টার্গেটে এবার রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। কোন কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী? কাকে দাঁড় করানো হবে নরেন্দ্র মোদির বিপরীতে? এ নিয়ে নানা জল্পনার মাঝে এবার মুখ খুলল কংগ্রেস। কংগ্রেসের নবনিযুক্ত উত্তরপ্রদেশের সভাপতি অজয় রাই শুক্রবার বলেন, আজকে একটি বড় ঘোষণা রয়েছে। রাহুল গান্ধী আমেঠি থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়বেন। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ইঙ্গিত দেন বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দলের প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত, এর আগে আমেঠিকে কংগ্রেসের সবচেয়ে নিশ্চিত আসন হিসেবে দেখা হত। এই আসন থেকেই লড়তেন রাজীব গান্ধী। রাহুল গান্ধীও বাবার আসনে লড়েই জিতেছেন। কিন্তু, ২০১৯ সালে হিসেব ওলোট পালট হয়ে যায়। স্মৃতি ইরানির কাছে সে বছর তিনি পরাজিত হন। দীর্ঘ বছর পর আমেঠি আসনটি হাতছাড়া হয় কংগ্রেসের। আমেঠির পাশাপাশি অবশ্য ২০১৯ সালে কেরালার ওয়েনাদ আসন থেকেও লড়েছিলেন রাহুল গান্ধী। সে আসনে তিনি জয়লাভ করেন। ২০২৪ সালের লোকসভাতেও রাহুল ওয়েনাদ থেকে দাঁড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুবক্তা হিসেবে দলের অন্দরে বরাবরই জনপ্রিয় প্রিয়াঙ্কা গান্ধী। তিনি যে আগামী দিনে দলের বড় সম্পদ তা ২০২৪ নির্বাচনে ফের একবার প্রমাণ হয়ে যাবে বলেই মনে করছেন কর্মী সমর্থকরা। ফলে মোদির বিরুদ্ধে তাকেই বারাণসীতে প্রার্থী চাইছেন উত্তর প্রদেশের কংগ্রেস কর্মীরা। কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের নেপথ্যে যেভাবে তার অবদান ছিল, সেই বিষয়টিকেই কাজে লাগাতে চাইছেন সকলে। ফলে আগামী বছর লোকসভা নির্বাচনে সোনিয়া কন্যাকে বড় দায়িত্ব দেওয়া হবে, তা বলাই বাহুল্য।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ার স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠান CEL এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ভূ-রাজনীতির ফাঁদে বাংলাদেশ শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির! ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন বেরিয়ে আসছে ব্যাটারদের হতশ্রী চেহারা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি: শিক্ষামন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ চার অগ্রাধিকার নীতি ঘোষণা চালকের কিস্তি আর সংসারের চাকা ঘুরাল ‘টিম পজিটিভ বাংলাদেশ’ রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হয় না: ফখরুল পিটার হাসের বক্তব্যের প্রতিবাদে যা বললেন সাংবাদিকনেতারা ‘কোনো চুক্তিতে দেশে ফিরছেন না নওয়াজ শরিফ’ পদার্থে নোবেল পেলেন ৩ জন ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম সেপ্টেম্বরে সারা দেশে ১৫৭৭ অগ্নিকাণ্ড, ১১ প্রাণহানি ৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার! এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে