বার্সার কাছে উড়ে গেল রিয়াল – দৈনিক গণঅধিকার

বার্সার কাছে উড়ে গেল রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৩ | ৫:১৮
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একে ওপরের বিপক্ষে মাঠে নামলে, সেটা প্রীতি ম্যাচ হলেও তাতে আর যাই হোক বন্ধুত্ব কিংবা প্রীতির দেখা পাওয়ার আশা করা যায় না। এবার যুক্তরাষ্ট্রে হলো প্রীতি নামধারী এল ক্লাসিকো। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাই ছিল অনুমিতভাবে। বলের দখলে দাপট দেখিয়েছে বেনজেমা-উত্তর রিয়াল মাদ্রিদ। কিন্তু ফিনিশিংয়ে সাফল্যের ব্যবধানে জাভির বার্সেলোনার কাছে লস ব্লাঙ্কোসরা উড়ে গেছে ৩ গোলে। রিয়াল-বার্সার সমর্থকদের চোখ ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। ৮২ হাজারেরও বেশি দর্শকের সামনে এদিন মার্কিন মুল্লুকে হয়েছে ক্লাব ফুটবলে দ্বৈরথের শেষ কথা, এল ক্লাসিকো। রিয়াল-বার্সা দুই ক্লাবের জন্যই মৌসুমটা শুরু হচ্ছে অনেকটাই নতুনভাবে। সার্জিও বুসকেটস-জর্দি অ্যালবারা বার্সা ছেড়েছেন, এসেছেন ইলকায় গুন্দোয়ান, অরিওল রোমিওদের মতো খেলোয়াড়রা। অন্যদিকে করিম বেনজেমা চলে যাওয়ার পর নতুন ফরমেশনের খোঁজে আছেন কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে ছিলেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। ম্যাচের ৩ মিনিটের মাথাতেই লিড পেতে পারত বার্সা। ওরিল রোমিওর বুলেট গতির শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জাভির দলকে। ১৫ মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে ওসমান ডেম্বেলের তীব্র শটে পরাস্ত হন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। কিছুক্ষণ পরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি পান লস ব্লাঙ্কোসরা। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে দুদলই গোলের আরও কিছু সুযোগ নষ্ট করলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ শানায় রিয়াল। কিন্তু বার্সার ডিফেন্সের সঙ্গে গোলবারের নিচে মার্ক আন্দ্রে টার স্টেগেন এদিন ছিলেন দুর্ভেদ্য এক প্রাচীর। সেই সঙ্গে ভাগ্যদেবীও যেন রিয়ালের সঙ্গে অসহযোগিতার চুক্তি করেছিলেন! নইলে বলের দখল, গোলপোস্টে শট কোনো কিছুরই ফল কেন থাকবে না স্কোরশিটে! উল্টো ৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফারমিন লোপেজ মার্টিনের বাঁ পায়ের বুলেট গতির শট লাফিয়েও আটকাতে পারেননি কর্তোয়ার বদলি হিসেবে নামা লুনিন। ম্যাচ এখানেই শেষ হয়নি। ইনজুরি টাইমে ফেরান তোরেস স্কোরশিটে নাম তুললে ৩-০’র বড় জয় পান কাতালান জায়ান্টরা। ৫৩ শতাংশ বলের দখল রেখে রিয়াল পুরো ম্যাচে শট নেয় ২৯টি। এর মাত্র ৫টিই তারা লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে ১২টি শট নিয়ে ৭টিকেই অন টার্গেট রাখে বার্সেলোনা। দূরপাল্লার শটের সঙ্গে ফেরান তোরেসের ফিনিশিংয়ে দেখার বিষয় ছিল, ঠাণ্ডা মাথায় গোলের ঠিকানা বের করতে পারছেন কাতালান জায়ান্টরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা