
নিউজ ডেক্স
আরও খবর

দুঃসময়ে লিটনের পাশে থিসারা পেরেরা

কোহলির নট আউট বিতর্ক নিয়ে আইসিসি

লাল কার্ডের ম্যাচে ফের্নান্দেজের জোড়া গোলে কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ

লিটনকে আউট করে তাসকিনের আনন্দ

শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের

বিনিয়োগ করতে হবে ক্রিকেটে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম

সাড়ে তিন লাখ টাকা প্রাইজমানির টেনিসে অংশ নিচ্ছেন ২১০ খেলোয়াড়
বিপিএলে মাশরাফির অপেক্ষায় সিলেট

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পথচলার শুরু থেকেই জড়িয়ে মাশরাফি বিন মর্তুজার নাম। তিনিই আগে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি। তাকে নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ মাহমুদ ইমন ফিটনেসের কথা বললেও পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।
জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন মাশরাফি। কিন্তু জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকেই আড়ালে আছেন তিনি। ফলে বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়ক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল আগে থেকেই। তবু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ডানহাতি এই পেসারকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার মিরপুর একাডেমি মাঠে দলটি অনুশীলন করেছে। সব ক্রিকেটার থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। সাবেক অধিনায়ককে নিয়ে কোচ মাহমুদ ইমন বলেছেন, ‘আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই এভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।’
সবাই থাকলেও মাশরাফি কেন নেই এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনেন ইমন, ‘মাশরাফি আমাদের স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের সঙ্গে সে ওতপ্রোত অংশ হচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করছে (মাশরাফির খেলা)- ও কী ফিল করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
তবে মাশরাফিকে নিয়ে এখনো হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির এই কোচ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত তাকে আমরা বিবেচনায় আনবো না। ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’
মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার কারণে অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দেওয়া হবে- সেটা ঠিক করতে পারেনি। বিষয়টা নিয়ে সভা করার কথা বলেছেন ইমন, ‘অধিনায়ক নিয়ে আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই ঘোষণা করবো।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।