বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেয় পুরো ইউরোপ – দৈনিক গণঅধিকার

বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেয় পুরো ইউরোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০১
একটি ‘গুরুতর জনস্বাস্থ্য সংকটের’ মুখোমুখি এখন ইউরোপ। মহাদেশের প্রায় সবার বসবাস বায়ু দূষণের বিপজ্জনক স্তরের অঞ্চলে। প্রায় ৯৮ শতাংশ মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানকার বাতাসে অত্যন্ত ক্ষতিকারক সূক্ষ্ম কণার দূষণে ঠাসা। মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের বসবাস বায়ুর গুণগত মান যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনার চেয়ে দ্বিগুণের বেশি খারাপ। বুধবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মহাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো খুজে বের করতে দূষণ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে গার্ডিয়ান। এতে বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে উৎপন্ন ক্ষুদ্র বায়ুবাহিত কণা পিএম২.৫ এর পরিমাণের উপর ভিত্তি করে ডেটা সংকলন করা হয়েছে। পিএম২.৫ ফুসফুসের মধ্য দিয়ে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশে যেতে পারে। আর তার প্রভাব পড়তে পারে শরীরের প্রায় প্রতিটি অঙ্গে। বর্তমান ডব্লিউএইচও’র নির্দেশিকা অনুযায়ী, পিএম২.৫ এর বার্ষিক গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু গার্ডিয়ানের এই নতুন বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের জনসংখ্যার মাত্র ২ শতাংশ বাতাসের এই সীমার মধ্যে বসবাস করে। বিশেষজ্ঞদের মতে, পিএম২.৫ দূষণের কারণে সারা মহাদেশে বছরে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়। তথ্য সংকলন করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটি ও সুইস ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউটের শিক্ষাবিদরা। অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ২০১৯ সালে ইউরোপজুড়ে বার্ষিক গড় পিএম২.৫ স্তরের মডেল তৈরি করতে উচ্চ-রেজুলিউশন স্যাটেলাইট ডেটা থেকে দূষণ পর্যবেক্ষণ স্টেশন আর ভূমি ব্যবহার সম্পর্কে তথ্যের ব্যবহার করেছে। বর্তমানেও দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে আলাদা হবে না বলে মন্তব্য করেন তারা। তবে দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করলে কিছু অঞ্চল উন্নতি লাভ করতে পারে বলে মতামত দেয় তারা। অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে এতে। বিশদ উপগ্রহ চিত্র আর ১,৪০০টিরও বেশি গ্রাউন্ড মনিটরিং স্টেশন থেকে তথ্য নিয়ে দূষিত বাতাসের একটি ভয়ংকর চিত্র প্রকাশ করা হয়েছে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ উত্তর মেসিডোনিয়া। দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও’র নির্দেশনার চেয়ে চারগুণ বেশি। আর এই দেশের রাজধানী স্কেপজেসহ চারটি অঞ্চলে বায়ু দূষণের পরিমাণ প্রায় ছয়গুণ পাওয়া গেছে। ইতালি ব্যতীত পূর্ব ইউরোপের অবস্থা পশ্চিম ইউরোপের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ। যেখানে পো উপত্যকা ও দেশের উত্তরে আশপাশের অঞ্চলে বসবাসকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ ডব্লিউএইচও’র নির্ধারিত সবচেয়ে বিপজ্জনক বায়ুবাহিত কণার পরিসংখ্যানের চারগুণ। মহাদেশজুড়ে তথ্য সংকলনকারী গবেষকদের দলকে নেতৃত্ব দেওয়া উট্রেখট ইউনিভার্সিটির পরিবেশগত মহামারিবিদ্যার অধ্যাপক রোয়েল ভার্মিউলেন বলেন, ‘এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। আমরা যা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তা হলো ইউরোপের প্রায় সবাই অস্বাস্থ্যকর বাতাসে নিশ্বাস নিচ্ছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা