
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
ব্রাদার্সকে আবাহনীর ৭ গোল, কর্নেলিয়াসের হ্যাটট্রিক

প্রিমিয়ার লিগে শিরোপা স্বপ্ন আগেই শেষ হয়েছে। এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। আজ শুক্রবার গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়ে সেই দৌড়ে টিকে আছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। কর্নেলিয়াসের চার গোল ছাড়াও ব্রাজিলিয়ান ওয়াশিংটন দুইবার জাল কাঁপান। অন্য গোলটি বাংলাদেশি মেহরাব হোসেনের।
শুক্রবার (১৭ মে) গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুর দিকে ব্রাদার্স ইউনিয়ন দুইবার আবাহনীর রক্ষণের পরীক্ষা নিয়েছিল। প্রথমবার ডিফেন্ডারদের কারণে শহীদুল আলম সোহেলকে বিপদে ফেলতে পারা যায়নি। তবে পরের বার সোহেল তাদের একটি শট তালুবন্দী করতে গিয়ে ছুটে যায়। ভাগ্য ভালো সামনে কেউ ছিলেন না।
আবাহনী এগিয়ে যায় ১০ মিনিটে। থ্রু পাস থেকে ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি মাপা শট থেকে বল জড়িয়ে দেন জালে।
দুই মিনিট পর ওয়াশিংটনের ক্রসে আরেক সতীর্থ পা ছোঁয়াতে পারেননি। শেষের দিকে গোল পেতে গিয়েও পায়নি আবাহনী। ৪১ মিনিটে ওয়াশিংটনের ক্রসে কর্নেলিয়াস আবারও পা ছোঁয়াতে পারেননি।
৪৫ মিনিটে বক্সে বল পেয়ে কর্নেলিয়াসের জোরালো শট গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
বিরতির পর আবাহনীর দাপটের সামনে ব্রাদার্স অসহায় আত্মসমর্পণ করে। একের পর এক গোল খেতে থাকে। ৬৪ মিনিটে কর্নেলিয়াসের পাসে ওয়াশিংটন ফাঁকায় পোস্টের সামনে দাঁড়িয়ে সহজেই প্লেসিং করে দেন।
৭০ মিনিটে ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে বক্সে ঢুকে দারুণ শটে নিশানাভেদ করেন। আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে।
৭৯ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্স ইউনিয়ন এক গোল শোধ দেয়। উজবেকিস্তানের নদীরমাভলিয়ানভ গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।
৮৬ মিনিটে আবার আবাহনীর দাপট। মেহেদী হাসান রয়েলের পাসে কর্নেলিয়াস শুধু প্লেসিং করে দেন। স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ।
৯০ মিনিটে কর্নেলিয়াস হ্যাটট্রিক পূর্ণ করেন। ফাঁকায় থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে মেহরাব হোসেন অপি জোনাথনের পাসে ষষ্ঠ গোল করেন। কর্নেলিয়াস বক্সে ঢুকে জোরালো শটে নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোল করেন।
আবাহনী ১৬ ম্যাচে অষ্টম জয়ে ২৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১১তম হারে আগের ৭ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।
আগামী ২৫ ও ২৯ মে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের সঙ্গে শেষ দুটি ম্যাচ খেলবে আবাহনী লিমিটেড।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।