ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা – দৈনিক গণঅধিকার

ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ১০:১৫
চট্টগ্রামে বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়া, অর্থ-সম্পদ আত্মসাৎ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. ইয়াছিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে হাফেজ আবুল মোজাফফর (৭৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবুল মোজাফফরের বাড়ি জেলার লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকায়। তিনি নগরের গণি বেকারি সংলগ্ন হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ভরণপোষণ না দেওয়া, অর্থ আত্মসাৎ, সম্পত্তি আত্মসাতের চেষ্টাসহ একাধিক অভিযোগে ছেলে ইয়াছিনের ছেলের মামলাটি করেছেন বাবা। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৪ সাল থেকে আবুল মোজাফফরের জমি ও ঘর দখলে নিয়ে বসবাস করছেন ছেলে ইয়াছিন। তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ এবং না দেওয়ায় হত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ ছাড়াও তিনি বাবার কাছ থেকে ব্যবসার কথা বলে এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনের অজুহাতে ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেছেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হলে অসুস্থ অবস্থায় লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নেন ইয়াছিন। তবে সাত ছেলে-মেয়েকে বঞ্চিত করে শুধু ইয়াছিনকে সম্পত্তি লিখে দিতে অপারগতা জানান। এ নিয়ে দ্বন্দ্বে গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়ির সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেন ইয়াছিন। এ ছাড়া ধার নেওয়া টাকা ফেরত চাইলে উল্টো আরও ১০ লাখ টাকা দাবি করেন ইয়াছিন। এরপরই আবুল মোজাফফর মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, ২০১৩ সালে সরকার বাবা ও মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রণয়ন করেন। ওই আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণপোষণ দিলে বাধ্য সন্তানরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা