
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
ভারতের কাছ থেকে ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতাংশ জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।
বুধবার দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে জমির জটিলতা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিজিবির পক্ষে ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হামিদ উদ্দিন। অপরদিকে ১২ সদস্যবিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী শঞ্জয় কুমার মিশ্রা। এসময় ভূমি জরিপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ১৪ বিজিবি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন বলেন, নওগাঁর আগ্রাদ্বিগুন সীমান্তে বাংলাদেশের ১০০ গজের অভ্যন্তরে ৭৫ শতাংশ জমির মালিকানা নিয়ে ৫০ বছর ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। তবে জমিটি বাংলাদেশি কৃষকরা চাষাবাদ করছিলেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। এই দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
তিনি বলেন, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৪ বিজিবি ও ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুরের মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর উভয় দেশের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়। পরিমাপ শেষে ৭৫ শতাংশ জমি পায় বাংলাদেশ। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত ও্ জমিটি ভোগদখল করতে পারবে না বাংলাদেশ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।