
নিউজ ডেক্স
আরও খবর

বেরিয়ে আসছে ব্যাটারদের হতশ্রী চেহারা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া

৫, ২, ৮ রান করে সাজঘরে লিটন শান্ত মুশফিক

ভারতের মুসলমানরা পাকিস্তানকেই সমর্থন করবে

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি, আহত ৬

১৮৭ রানে লঙ্কানদের পঞ্চম উইকেটের পতন

ভারত বিশ্বকাপে নাশকতার হুমকি
‘ভালো খেলোয়াড়কে ভালো মানুষও হতে হয়’

বিপিএলের গত আসরে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি ইমরুল কায়েস; কিন্তু তার দল শিরোপা জিততে কোটি কোটি টাকা খরচ করে একাধিক বিদেশিকে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিদেশি তারকাদের নৈপুণ্যে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা। শিরোপাজয়ী অধিনায়ক হিসেবে ইমরুল নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন!
গতবার শিরোপা জয় করায়, ইমরুল কায়েসকে এবারো অধিনায়ক হিসেবে রেখে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্লান ইমরুল; কিন্তু তার দল বিদেশিদের পারফরম্যান্সের ভিত্তিতে চতুর্থবারের মতো বিপিএল ফাইনালে।
বিপিএলে ইমরুল কায়েসের অধিনায়কত্বে গত আসরে খেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসহ বেশ কিছু তারকা ক্রিকেটার। এবার খেলেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, নাসিম শাহ, ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও জনসন চার্লসরা।
অধিনায়ক হিসেবে বিশ্বের সেরা তারকাদের হ্যান্ডেল করা প্রসঙ্গে ইমরুল বলেন, আমি কুমিল্লাতে তিন বছর অধিনায়কত্ব করছি; কিন্তু আমার কাছে মনে হয়েছে যত বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছি, বড় খেলোয়াড়দের মানসিকতা কাছ থেকে দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা এসেই যেভাবে আমাদের সঙ্গে কাজ করে, আমাদের সঙ্গে কথা বলে।
জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ওপেনার আরও বলেন, প্রথম বছর ফাফ ডু প্লেসিকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। ওকে কিভাবে হ্যান্ডেল করব। ও এসেই আমার সঙ্গে যত সহজে এডজাস্ট করে ফেলেছিল, আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম। যে কারণে আমার কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপাজয়ী এই অধিনায়ক আরও বলেন, এ বছর পাকিস্তানের তারকা মোহাম্মদ রিজওয়ান আমাদের দলে খেলেছে। সে এসে আমাকে কিন্তু খুব সম্মান দিয়েছে মাঠে ও মাঠের বাইরে। সে আমাকে সবসময় বলতো অধিনায়ক এই কাজগুলো করলে মনে হয় ভালো হয়, তার সেই কথাগুলো আমি আমলে নিয়েছি। যেটা আমাদের দলের জন্য ভালো হয়েছে। আসলে ভালো খেলোয়াড়ের ভালো মানুষও হতে হয়, না হলে জিনিসটা কঠিন হয়ে যায়।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।