নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব : বাবর
দুর্দান্ত বোলিং করলো পাকিস্তান। ভারতকে তারা অলআউট করে ফেললো ১১৯ রানে। নিউইয়র্কের পিচ একটু কঠিন, কিন্তু তবুও পাকিস্তান জিতবে এমন আশাই ছিল বেশি। কিন্তু শেষ অবধি তারা হেরে গেছে ম্যাচটি। পুরো ২০ ওভার খেলেও ১১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেয়েছে ভারত। ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তাতে নায়ক হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচ হারের পর বিশ্বকাপের সুপার এইটে খেলা এখন পাকিস্তানের জন্য বেশ কঠিন হয়ে গেছে।
নিজেদের শেষ ২ ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল জিতলেই হবে না; পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্র অথবা ভারতের দুই ম্যাচেই হারের দিকে। এরপর রান রেটের সমীকরণ তো আছেই। এখন কী পরিকল্পনা হবে পাকিস্তানের?
এ নিয়ে ভারত ম্যাচের পর বাবর আজম বলেন, ‘আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসবো এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।’
ভারতের বিপক্ষে হার নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো বোলিং করেছিলাম। তবে ব্যাটিংয়ের সময়ে আমরা পরপর উইকেট হারিয়েছি আর অনেক ডট বলও খেলেছিলাম। আমাদের খেলার কৌশল ছিল খুবই সহজ, শুধু স্ট্রাইক রোটেশন এবং কিছু বাউন্ডারি মেরে স্বাভাবিক খেলাটাকে ধরে রাখা। কিন্তু সেই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলেছি। টেলেন্ডার ব্যাটারদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না।’
‘আমাদের মনটা ছিল ব্যাটিংয়ের দিকে, আমরা চেয়েছিলাম ব্যাটিংয়ের সময়ে শুরুর দিকের ওভারগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করতে। কিন্তু এক উইকেট পড়ে যাওয়ার পর আবারও আমরা প্রথম ছয় ওভারে ভালো পারফর্ম করতে পারিনি। পিচটা ভালো মনে হচ্ছিল। বল ব্যাটে ভালো আসছিল। একটু স্লো ছিল এবং কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।