মহিমান্বিত পবিত্র শবে কদর – দৈনিক গণঅধিকার

মহিমান্বিত পবিত্র শবে কদর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ১০:০৫
মহান আল্লাহ একটি রাতের ভূয়সী প্রশংসা করেছেন। বছরের একটি মাত্র রাত মর্যাদাসম্পন্ন, হাজার মাস অপেক্ষা উত্তম। শেষ ঐশীগ্রন্থ অবতরণের সূচনা ওই রাতে। রাতটিকে সংখ্যাতীত ফেরেশতা আগমন করেন পৃথিবীবাসীর অদৃষ্ট ভাগ্য নিয়ে যা অবধারিত করেছেন মহান আল্লাহ। মহান আল্লাহ সে রাতের নাম দিয়েছেন লাইলাতুল কদর। আমাদের ভাষায় শবেকদর বা ভাগ্য রজনী। চলছে ছাব্বিশতম রোজা। আজ সূর্যাস্তের পর শুরু হবে হাজার মাসের চেয়ে উত্তম ও মহিমান্বিত রজনী শবে কদর। যদিও কোথাও স্পষ্ট করে বলা নেই শবে কদর সম্পর্কে। তারপরও ইসলামি চিন্তাবিদ ও বুজুর্গরা নিজস্ব ইজতিহাদ, গবেষণা ও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে রমজানের ২৭তম রাতে লাইলাতুল কদর হওয়ার উজ্জ্বল সম্ভাবনার কথা জোর দিয়ে বলে গেছেন। সে হিসাবে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদর হিসেবে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয় শবে কদর রমজান মাসে। কিন্তু এর সঠিক তারিখ সম্পর্কে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায় না। ইসলামি স্কলারগণ বিভিন্ন হাদিস পর্যালোচনা করে বলেন, শবেকদর রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে আসে। কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই বরং যেকোনো রাতে হতে পারে। আবার প্রত্যেক রমজানে তা পরিবর্তিতও হতে পারে। তবে শবে কদর হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোতে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। -বুখারী ২০২১ অন্য বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। -মুসলিম ১১৬৯ আলেমদের বড় এক জামাত, কতক মুজতাহিদ ইমাম এবং কতক সাহাবায়ে কেরামের মতে শবেকদর রমজানের ২৭তম রাতে। এই বিষয়ে হাদিসের বর্ণনাও রয়েছে। হজরত জির ইবনে হুবাইশ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাই ইবনে কাব (রা.) কে বললাম, আপনার ভাই আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জাগরণ করবে সে শবেকদরের সন্ধান পাবে। এ কথা শোনে উবাই ইবনে কাব বললেন, আল্লাহ তার উপর রহম করুন। এর দ্বারা তিনি এ কথা বুঝাতে চাচ্ছেন যে, লোকেরা যেন কেবল একটি রাতের উপর ভরসা করে বসে না থাকে। অথচ তিনি অবশ্যই জানেন, শবে কদর রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে, ২৭তম রজনীতে। অতঃপর তিনি দৃঢ় শপথ করে বললেন, শবেকদর ২৭তম রজনীতে। জির ইবনে হুবাইশ তাকে বললেন, আপনি কিসের ভিত্তিতে বলছেন শবেকদর ২৭তম রজনীতে? উবাই ইবনে কাব বললেন, বিভিন্ন আলামাত ও নিদর্শনের ভিত্তিতে, যে সম্পর্কে রাসুল (সা.) আমাদেরকে অবহিত করেছেন। -সহিহ মুসলিম ২৬৬৭ শবে কদরের বিভিন্ন নিদর্শন সম্পর্কে হাদিসের বর্ণনা রয়েছে। তা হলো— এ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে, মানুষ ইবাদত করে তৃপ্তিবোধ করবে। সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মত। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। এছাড়াও শবেকদরের রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। হাদিসের এসব বর্ণনা দ্বারা বুঝা যায়, রমজানের শেষ দশদিনের বেজোড় রাতগুলোতে শবে কদর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই সম্ভাবনা থেকেই যায়। তাই আজকের রাতের ন্যায় পরবর্তী বেজোড় রাতেও কদরের রাতের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা দরকার। শবে কদর হচ্ছে অন্তরের যাবতীয় ময়লা-আবর্জনা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার রাত। যারা কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগি করেন, আল্লাহতায়ালা তাদের নাম পুণ্যবানদের তালিকাভুক্ত করে নেন। কদরের রাতের ইবাদত এতই গুরুত্বপূর্ণ যে, রাসুল (সা.) দুর্বল ও অপারগ ব্যক্তিদেরকেও এই রাতের ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকতে বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, তোমরা রমজানের শেষ দশ দিনে শবেকদর অনুসন্ধান করো। তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয়ে পড়ে, তবে সে যেন শেষের সাত রাতে অলসতা না করে। -সহিহ মুসলিম ২৬৫৫ শবে কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমাময় একটি রাত। এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতের ইবাদত-বন্দেগির মর্যাদাও এক হাজার মাসের রাত্রিগুলিতে ইবাদত-বন্দেগির চেয়ে বেশি। আল্লাহ তায়ালা এই রাতে বান্দার তওবা কবুল করেন, বান্দাদেরকে ব্যাপকহারে ক্ষমা করেন এবং বান্দাদের মাঝে অফুরান কল্যাণ দান করেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে নামাজ আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হবে।- সহিহ মুসলিম ৭৬০ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, এতে (রমজানে) এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যান থেকে বঞ্চিত হবে সে যাবতীয় কল্যান থেকে বঞ্চিত হবে।-মুসনাদে আহমাদ ২২৩০ শবে কদরের বরকত ও কল্যাণ প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজন বেশি বেশি তওবা ইসতেগফার পড়া, নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, জিকির-আজকার করা, দান-খয়রাত করা, দরূদ শরিফ পড়া, পরিবার পরিজন ও মা বাবার জন্য দোয়া করা, মৃতদের জন্য মাগফিরাত কামনা করা, কবর জিয়ারত করা, রাতে তারাবির নামাজ পড়া, শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। এভাবে সারা রাত ইবাদতে কাটানো কাম্য। তবেই মহিমান্বিত এই রাতের ফজিলত ও বরকত দ্বারা উপকৃত হওয়া যাবে। এছাড়াও কদরের রাতে রাসুল (সা.) বিশেষ দোয়া পাঠ করার কথা বলেছেন। তা হলো— আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আমাকে ক্ষমা করুন। -তিরমিজি ৩৫১৩ কদরের রাত এই কারণেও গুরুত্বপূর্ণ যে, এই রাতে মানুষের পুরো বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। মানুষের পরবর্তী এক বছরের ভাগ্য, অর্থাৎ তার সামনে যা যা আসবে বা তার জীবনে যা কিছু ঘটবে, সেসব নির্ধারণ করা হয়। তার বেঁচে থাকা কিংবা মৃত্যু, তার ভালো-মন্দ, তার রুটি-রুজি ইত্যাদি বিষয় নির্ধারণ করা হয় এই রাতে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, (কদরের) এই রাতে প্রত্যেক হেকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। -সুরা দোখান ৪ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বলেন, তুমি কোন মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে অথচ তার নাম মৃতদের তালিকায়। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করে বলেন, প্রতি বছরই এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়। -মুসতাদরাকে হাকিম ২/৪৪৮ মহান আল্লাহ কদরের রাতকে বলেছেন শান্তিময়। এ রাতে পৃথিবী আবৃত হয় শান্তির পালকে। যার ব্যাপ্তি সন্ধা থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত। হয়তো আকাশে সেই শান্তির পালক মেঘ হয়ে উড়ছে। বর্ষণ শুরু হবে সন্ধার পর। অব্যাহত থাকবে ফজর পর্যন্ত। এই সময়ে বিশুদ্ধচিত্তে গভীর একাগ্রতায় মহান আল্লাহর ধ্যান ও ইবাদতে মশগুল হলে আমরাও সিক্ত হবো সেই শান্তির বর্ষণে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন