মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সমর্থন করে : পিটার হাস – দৈনিক গণঅধিকার

মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সমর্থন করে : পিটার হাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৮:৩৭
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। তাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্র। গণতন্ত্রকে শক্তিশালী করতে তারা কাজ করেন। তার মিশন হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে যেন সব পক্ষ অংশ নিতে পারে এবং সুষ্টু ভোট গ্রহণ হয় সেদিকে খেয়াল রাখা। সারা বিশ্ব গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে মন্তব্য করেছেন । কোনো বিশেষ দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। এদিন বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় দলটির কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেন পিটার হাস। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই। পিটার হাস বলেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক একটি ধারাবাহিক বৈঠকের অংশ, যা আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে করেছি। আপনারা জানেন, অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজের সঙ্গে আমি নিয়মিত কথা বলি। আমি পুলিশ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। এগুলো আমাদের নিয়মের মধ্যে পড়ে। ‘এসব বৈঠক বা সাক্ষাৎগুলোর প্রত্যেকটিতে আমি একই বার্তা দিয়েছি। সেটি হলো- যুক্তরাষ্ট্র কোনো সহিংসতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন করে। আমরা বিশ্বাস করি যে, নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের একটি ভূমিকা আছে। মিডিয়ারও একটি ভূমিকা রয়েছে। এছাড়া প্রত্যেক রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া, নিরাপত্তা পরিষেবা এবং অবশ্যই ভোটারদের ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের ভূমিকা পালনের অনুমতি দিতে হবে।’-বলেন মার্কিন রাষ্ট্রদূত। ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মার্কিন রাষ্ট্রদূত। এরই অংশ হিসেবে আজ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে নি’হ’ত সাবেক এমপি আনোয়ারুল আজীমের কোটি টাকার গাড়ি কুষ্টিয়ায় মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু