মৃত্যুদাবির দেড় কোটি টাকা পরিশোধ করল জীবন বীমা কর্পোরেশন

জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসে বীমাগ্রহণকারী ছাদেকুজ্জামান চৌধুরীর মৃত্যুর প্রেক্ষিতে তার পরিবারের কাছে বীমার এক কোটি ৪২ লাখ ২৯ হাজার ২৫০ টাকা টাকা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী (অতিরিক্ত সচিব) আনুষ্ঠানিকভাবে মরহুমের নমিনি হিসেবে তার ছেলে সাফওয়ান ও আসওয়াদের উপস্থিতিতে স্ত্রী রেবেকা সুলতানার হাতে এই টাকার চেক তুলে দেন। এসময় জীবন বীমা কপোরেশনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম ছাদেকুজ্জামান চৌধুরী জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসে ২০০৪ সালে ব্যক্তিগত এবং ২০১৫ সালে দুই সন্তানের নামে শিক্ষা বীমা বীমা করেছিলেন। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বীমা দাবির প্রেক্ষতে খুব অল্প সময়ের মধ্যে তা পরিশোধ করা হলো।
বেসরকারি বিভিন্ন বীমা কোম্পানী যেখানে সময়মতো বীমার টাকা পরিশোধে ব্যর্থ হয়, সেখানে সরকারি এ প্রতিষ্ঠানটির দ্রুত বীমার টাকা পরিশোধে মরহুম ছাদেকুজ্জামান চৌধুরীর স্ত্রী ও সন্তানরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।