যুক্তরাষ্ট্রের উইকেটে বাড়তি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ- সাকিব – দৈনিক গণঅধিকার

যুক্তরাষ্ট্রের উইকেটে বাড়তি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ- সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৪:৫১
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য ‘সেকেন্ড হোম’ যুক্তরাষ্ট্র। ২০১২ সালে বিয়ের পর থেকে বাংলাদেশি অলরাউন্ডারের সেখানে নিয়মিত যাওয়া আসা। ওখানেই থাকছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার সন্তানেরা। এবার সেখানেই বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের দুটি খেলবে। নাজমুল হোসেন শান্তর দল সেখানে হোম অ্যাডভান্টেজ পাবে বিশ্বাস বাঁহাতি অলরাউন্ডারের। যুক্তরাষ্ট্রের কন্ডিশন সাকিবের ভালো জানাশোনা। সেখানকার উইকেটে বাড়তি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ, এমনটাই মনে কেরন তিনি। শুক্রবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’ আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের প্রচুর সমর্থন পাবে বাংলাদেশ, এই বিশ্বাস সাকিবের, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সমর্থ হবো।’ অবশ্য বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কন্ডিশনে অভিজ্ঞতা ভালো হয়নি। সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে। তৃতীয় ও শেষ ম্যাচে অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া আমেরিকার বিপক্ষে ১০ উইকেটে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তারা। সাকিবও এই সিরিজে জ্বলে উঠতে পারেননি। দুই ইনিংসে ব্যাট করে ৩৬ রান করেছেন, তিন ম্যাচে উইকেট নেন মাত্র একটি। তাতে শীর্ষ টি-টোয়েন্টি অলরাউন্ডারের স্থানটি হারিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন নিউ ইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তারপর ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা