যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলব: জিনপিংকে পুতিন – দৈনিক গণঅধিকার

যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলব: জিনপিংকে পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৭:১৫
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মস্কোয় তাঁকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানান ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও সিএনএন’র। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। মস্কোয় রুশ সামরিক বাহিনীর কুচকাওয়াজে শি জিনপিংকে অভ্যর্থনা জানানো হয়। এদিন স্থানীয় সময় বিকেলে ক্রেমলিনে দুই নেতার সাক্ষাৎ হয়। এসময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানান। ইউক্রেনে ঘোরতর সংকট কাটিয়ে উঠতে শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা জানিয়ে পুতিন বলেন, ‘আমরা সবসময়ই আলোচনার প্রক্রিয়ার জন্য প্রস্তুত।’ গত মাসে চীন ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফা পরিকল্পনা প্রকাশ করে। এতে দুই দেশের মধ্যে শত্রুতা কমিয়ে শান্তি আলোচনার কথা বলা হয়েছিল। পুতিন বলেন, “চীন ‘প্রতিটি দেশের জন্য অভিন্ন নিরাপত্তা’র কথা বলে ‘ন্যায়বিচারের মূলনীতির প্রতি অটল’ রয়েছে।” জবাবে শি জিনপিং ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বলেছেন, ‘আপনার বলিষ্ঠ নেতৃত্বে, রাশিয়া ব্যাপক উন্নয়ন অগ্রগতি করেছে। আমার দৃঢ় বিশ্বাস, রুশরা আপনার প্রতি অবিচল আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।’ মস্কোয় শি জিনপিংয়ের পৌঁছানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের পিপলস ডেইলিতে এক নিবন্ধে লেখেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কাছে দুই দেশ (রাশিয়া-চীন) কখনোই দুর্বল হয়ে পড়বে না।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক