রান্নাবান্না – – দৈনিক গণঅধিকার

রান্নাবান্না –

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৪
পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে শুধু দামি জিনিস কিনে না দিয়ে, নিজ হাতে কিছু রান্না করেও খাওয়াতে পারেন। তেমনি কিছু খাবারের রেসিপি দিয়েছেন- সেলিনা মাহবুব ক্যারামেল পুডিং যা লাগবে : ডিম- ৬টা, পাউডার দুধ- ১ কাপ, লিকুইড দুধ- ১ কাপ, চিনি- ৬ টেবিল চামচ, লবণ সামান্য। ক্যারামেলের জন্য : চিনি- ৪/৫ টেবিল চামচ, পানি- ১/২ কাপ। যেভাবে করবেন : যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে ক্যারামেলের উপকরণগুলো দিয়ে চুলায় হালকা আঁচে ক্যারামেল করে নেবেন। ঠা-া হতে দিন। পুডিংয়ের সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ক্যারামেল করা বাটিতে ঢেলে নিন। চুলাতে পুডিংয়ের বাটি থেকে বড় ১টা পাত্রে পানি ফুটাতে হবে। বাটিটা বসিয়ে ঢেকে দিতে হবে। ৩০/৪০ মিনিট পর পুডিং রেডি হয়ে যাবে। চিকেন ক্যাশিওনাট সালাদ যা লাগবে : চিকেন- ১ কাপ, আদা- ১ টেবিল চামচ, রসুন- ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ, ময়দা- ১ টেবিল চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, ডিম- ১টি। (সবগুলো উপকরণ দিয়ে চিকেন মেরিনেট করে ঢেকে রেখে দিতে হবে ৩০ মিনিট)। সস তৈরিতে যা লাগবে : টমেটো সস- ৩ টেবিল চামচ, সুইট চিলি সস- ৩ টেবিল চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, চিনি- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, লেবুর রস- ২ চা চামচ। (সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে)। সালাদের জন্য যা লাগবে : সবুজ ক্যাপসিকাম- ১/৩ কাপ, লাল ক্যাপসিকাম- ১/৩ কাপ, গাজর- ১/৩ কাপ, পেঁয়াজ- ১/৪ কাপ (সবগুলো সবজি জুলিয়ান কাট করে নিতে হবে)। ক্যাশিওনাট- ১/২ কাপ, সাদা তিল- ১ চা চামচ, অলিভ ওয়েল- ২ চা চামচ। যেভাবে করবেন : প্রথমে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি প্যানে অলিভ ওয়েল দিয়ে তাতে ক্যাশিওনাটগুলো ভেজে তুলে নিয়ে, একই প্যানে সবজি দিয়ে প্রায় ১ মিনিট ভেজে আগে থেকে ভেজে রাখা চিকেন, ক্যাশিওনাট ও সসের মিশ্রণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তুলে নিতে হবে। সবশেষে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্টের স্বাদে চিকেন ক্যাশিওনাট সালাদ। পরিবেশন করুন পোলাও, ফ্রাইড রাইস অথবা গার্লিক ব্রেডের সঙ্গে। তবে সালাদ হিসেবে খেতেই বেশি ভালোলাগে। শাহী হালিম রান্নার জন্য যা লাগবে : গরু বা খাসির মাংস (হাড়-চর্বিসহ ছোট টুকরো করা)- ১ কেজি, কোয়েল পাখির ডিম- ৫/৬টি, আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- পছন্দ মতো, ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া- ২ টেবিল চামচ, জয়ফল-জয়ত্রী গুঁড়া- ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি- ২ কাপ, ঘি+তেল পরিমাণমতো, লবণ- স্বাদমতো, কাবাব-চিনি গুঁড়া- ১ চা চামচ, শাহী জিরা- ১/২ চা চামচ। পরিবেশনের জন্য যা লাগবে : শসা কুচি- পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা- পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো, পুদিনা পাতা কুচি- পরিমাণমতো (ইচ্ছা), লেবু (টুকরা করে কেটে নেওয়া)- পরিমাণমতো, আদা কুচি- পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো। হালিমের শুকনা উপকরণ বা শস্য দানার জন্য : পোলাও চাল+মুগ ডাল+মসুরির ডাল+বুটের ডাল+মাস কলাই ডাল+গম- সব মিলিয়ে- ১/২ কেজি (সব একত্রে গ্রাইন্ডারে গুঁড়া করে নিলে রান্নার জন্য সময় কম লাগে)। ডিম আলাদা সিদ্ধ করে নিতে হবে। যেভাবে করবেন : প্রথমে হালিমের মাংস রান্না করে নিতে হবে। এর জন্য পাত্রে ঘি এবং তেল গরম করে এতে শাহী জিরা ফোঁড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। অর্ধেক বেরেস্তা তুলে রাখুন। এবার সব মসলা দিয়ে সঙ্গে পানি দিয়ে কষিয়ে নিন। এবার এতে মাংস দিয়ে কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিন। চাইলে মাংস কষানোর পর প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হয়ে গেলে এতে খাদ্যশস্য গুঁড়া, পরিমাণমতো পানি দিয়ে মিশায়ে মাংসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। ফুটে গেলে অনবরত নাড়তে হবে। নইলে পাত্রের তলায় লেগে যাবে। আধা ঘণ্টার মতো এভাবে নাড়তে নাড়তে যখন ঘন ঝোলের মতো হবে বা আপনার পছন্দমতো ঝোল করে নামিয়ে নিন। পাত্রে বেড়ে পরিবেশনের জন্য সব উপকরণ উপরে সমানভাবে দিয়ে ডিম সিদ্ধগুলো মাঝখানে কেটে হালিমের উপরে দিয়ে গরম গরম পরিবেশন করুন শাহী হালিম। চিকেন ললিপপ যা লাগবে : মুরগির বুকের মাংস (স্লাইস করে লম্বা এবং ছোট কিউব করে কাটা)- হাফ কেজি, আদা বাটা- হাফ চা চামচ, রসুন বাটা- হাফ চা চামচ, দই- ১ চা চামচ, ঘি- হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া- হাফ চা চামচ, লবণ-মরিচ- স্বাদমতো, ধনে পাতা কুচি, ভাজার জন্য তেল। যেভাবে করবেন : ঘিসহ সব মসলা দিয়ে মেখে রাখতে হবে। লম্বা করে কাটা চিকেনের মাংসগুলো আলাদা করে রেখে, বাকি সবগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। তারপর ছোট বল করে লম্বা করে কাটা টুকরোগুলো দিয়ে গোল মাংসের কিমাটাকে সাইড দিয়ে রাউন্ড করে টুথ পিক দিয়ে আটকে দিতে হবে। সবগুলো হয়ে যাওয়ার পর ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে অল্প তেলে স্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে ললি পপ কাবাব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দাম বাড়বে না হাহাকার বাসাবাড়ি শিল্পকারখানায় ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট। শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১ আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১১ এর রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার