রাফাহ শহরের আরও ভেতরে ইসরায়েলি ট্যাংকের প্রবেশ – দৈনিক গণঅধিকার

রাফাহ শহরের আরও ভেতরে ইসরায়েলি ট্যাংকের প্রবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১০:৫৬
ছবি: রয়টার্স। -- দৈনিক গণ অধিকার
যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে গাজা উপত্যকার রাফাহ শহরের আরও ভেতরে প্রবেশ করছে ইসরায়েলি ট্যাংক। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন, বুধবার (১৯ জুন) ইসরায়েলি অভিযানে ৮ জন নিহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাংক ৫ টি এলাকায় প্রবেশ করে। আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ভারী গোলাবর্ষণ ও গুলি হয়েছে। প্রায় ৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। এই মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত ও বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিলেও এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি। চিকিৎসাকর্মী ও হামাসের সংবাদমাধ্যম বলেছে, আল-মাওয়াসিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হতাহতের খবর খতিয়ে দেখছে তারা। স্থানীয়দের কয়েকজন বলেছেন, রাফাহ শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেছেন, রাফাহতে আরেকটি ভয়াবহ রাত। যুদ্ধবিমান, ড্রোন ও ট্যাংক থেকে ইসরায়েলিরা গুলিবর্ষণ করেছে। মাওয়াসি এলাকায় ঘুমন্ত মানুষের ওপর গুলি ও গোলা পড়েছে। এতে অনেকে নিহত ও আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সামরিক সংবাদদাতাদের ব্রিফিংয়ের সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন, সাবৌরা ও তেল আল-সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের। হামাসের সব যোদ্ধা এখনও নিশ্চিহ্ন হয়নি। তাদের পুরোপুরি নির্মূল করতে হবে। এই গতিতে কম-বেশি একমাস সময় লাগবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক