রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল – দৈনিক গণঅধিকার

রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ১১:৪২
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা পৃথক দুটি আদেশে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক এবং মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব হিসাবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। পৃথক আদেশে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগমকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত উপসচিব মো. জাকির হোসেন বাচ্চুকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মোহাম্মদ কামাল হোসেনকে উপপরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এসএম আহসানুল আজিজকে পরিচালক হিসাবে পায়রা বন্দর কর্তৃপক্ষে, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদকে উপপরিচালক হিসাবে পাট অধিদপ্তরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল সাবরিণকে ডেপুটি রেজিস্ট্রার হিসাবে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) মো. শফিউল ইসলামকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ানকে ক্ষমতা দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক