রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল – দৈনিক গণঅধিকার

রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ১১:৪২
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা পৃথক দুটি আদেশে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক এবং মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব হিসাবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। পৃথক আদেশে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগমকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত উপসচিব মো. জাকির হোসেন বাচ্চুকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মোহাম্মদ কামাল হোসেনকে উপপরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এসএম আহসানুল আজিজকে পরিচালক হিসাবে পায়রা বন্দর কর্তৃপক্ষে, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদকে উপপরিচালক হিসাবে পাট অধিদপ্তরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল সাবরিণকে ডেপুটি রেজিস্ট্রার হিসাবে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) মো. শফিউল ইসলামকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ানকে ক্ষমতা দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত