নিউজ ডেক্স
আরও খবর
‘গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম’ : চঞ্চল
আগামী ৬ জুলাই থেকে ‘শাকিব সপ্তাহ’
চলচ্চিত্র জীবনের ৫২ বছরের গল্প শোনাবেন আলমগীর
ঢাকায় পরমের প্রথম জন্মদিনে সিনেমা মুক্তির ঘোষণা
এডিসি সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার : পরীমণি
সংগীতাঙ্গনে রুনা লায়লার ৬ দশক
ইরানের জনপ্রিয় র্যাপারের মৃত্যুদণ্ড বাতিল
রুক্মিণীকে ব্যঙ্গ
আসছে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান। সোমবার, ১৩ জানুয়ারি সকালবেলাতেই প্রকাশ্যে এলো এই ছবির প্রথম পোস্টার। তথা বিনোদিনী রু´িণীর প্রথম লুক। শাড়ি, খোঁপায় পুরোদস্তুর বিনোদিনী হয়েই সবার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। দর্শকদের মন জয় করলেও কটাক্ষও উড়ে এলো। শ্রীলেখা মিত্র এদিন নাম না করে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শ্রীলেখা তার পোস্টে লেখেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন।
সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ এই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগতভাবে নেবেন না।’ তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একে রামে রক্ষা নেই, তায় আবার কমল!’ আরেক ব্যক্তি আসল বিনোদিনী দাসীর ছবিও পোস্ট করেন। বিনোদিনীর যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে রুক্সিণীকে একটু লাল চওড়া পাড় নীল শাড়িতে দেখা যায়। সঙ্গে সোনালি গহনা। টেরিকাটা সিঁথি। এবং মাথায় ঘোমটা দেওয়া। টেবিলে হাত রেখে চেয়ারে বসে আছেন অভিনেত্রী।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।