
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
রেফারিদের বিরুদ্ধে প্রমাণ পেলে প্রয়োজনে নিষিদ্ধ করা হবে

ঘরোয়া ফুটবল মৌসুম শেষ পর্যায়ে। এরই মাঝে একাধিক ক্লাব রেফারিং নিয়ে নানান সময় উষ্মা প্রকাশ করেছে। কোনও কোনও ক্লাব তো সরাসরি চিঠি দিয়ে রেফারিদের নাম উল্লেখ করে তাদেরকে ম্যাচে না রাখার আবেদন জানিয়ে রেখেছে। সবশেষ মোহামেডান স্পোর্টিং ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৫ রেফারিকে দায়িত্ব না দিতে বাফুফের কাছে আবেদন করেছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এমন ‘সাদাসিধে চিঠি’ নয়, বরং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণের দিকে বেশি দৃষ্টি দিয়েছে।
বুধবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে কিংসের ট্রেবল জয়ে বাধা মোহামেডান। একে তো সাদা-কালোরা বর্তমান চ্যাম্পিয়ন। তারওপর মৌসুমে কোনও ট্রফি তাদের নেই। এটাই শেষ সুযোগ। তাই মরণকামড় দিতে চায় আলফাজ আহমেদের দল।
ম্যাচটি শুরুর তিন দিন আগে তাই রেফারিদের প্রসঙ্গ নিয়ে উত্তাপ ছড়িয়েছে। মোহামেডানের চিঠি নিয়ে আজ রবিবার বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘রেফারিদের বিষয়ে দেখার জন্য রেফারিজ কমিটি আছে। তারাই সবকিছু ঠিক করে। এখন ক্লাব চিঠি দিয়েছে, নাম উল্লেখ করে বলেছে তারা যেন ফাইনালে বাঁশি না বাজায়। এর পেছনে তো ভিত্তি থাকা লাগবে। শুধু চিঠি দিলেই হবে না। এর সঙ্গে যদি প্রমাণ থাকে তাহলে ভালো হয়। রেফারিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্টদের প্রয়োজনে নিষিদ্ধ করা হবে। তা নাহলে শুধু চিঠির ওপর ভিত্তি করে তো কিছু করা কঠিন। আশা করছি, ফাইনালে রেফারিং নিয়ে সমস্যা হবে না।’
তবে রেফারিরা যে এবার সব ম্যাচে নিরপেক্ষভাবে রেফারিং করেছেন তা কিন্তু নয়। দুটো উদাহরণ দিলেই সেটা পরিষ্কার। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনো প্রতিপক্ষের খেলোয়াড়কে গলা চেপে ধরলেও রেফারি বড় কোনও শাস্তি দেননি। এড়িয়ে গেছেন। এছাড়া লিগে আবাহনীর বিপক্ষে কিংসের দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও মিগেল খেলার মাঝেই একে-অন্যের দিকে তেড়েফুড়ে গেলে সেটাও রেফারির দৃষ্টিগোচড় হয়নি! সতীর্থরা না থামালে হয়তো ঘটনা অন্য দিকেও যেতে পারতো!
অথচ ২০০৪-০৫ মৌসুমে ইংলিশ লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে নিউ ক্যাসলের দু’জন খেলোয়াড় নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। তাদের থামাতে সতীর্থরা কোনওমতো আটকে রেখেছিলেন। তবে তাদের রেফারি বাংলাদেশের মতো নিশ্চুপ থাকেনি। নিউক্যাসলের দুই ফুটবলারকে লাল কার্ড দিয়ে মাঠে বাইরে পাঠিয়ে দিয়েছেন।
বাফুফে সাধারণ সম্পাদক মানছেন কিছু ভুল-ত্রুটির কথা, ‘একদম যে সবকিছু ভালো হয়েছে তা বলবো না। কিছু কিছু ভুল ত্রুটি নিয়ে আমরা কথা বলেছি। রেফারিদের এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। যেন নিরপেক্ষভাবে বাঁশি বাজে।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।