নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা
আবারও ৪ টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের
ক্রিমিয়ার আকাশে উড়ন্ত ৫টি বস্তুকে গুলি করে ভূপাতিত
নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
দিল্লি রেকর্ড বৃষ্টি; ১১ জনের মৃত্যু
রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সমুদ্রে পাওয়া বোতলের তরল পান করায় ৪ লঙ্কান জেলের মৃত্যু
লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে, এ ধরনের হামলা ইসরায়েলকে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে। শুক্রবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে মিশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে পোস্টে আরও বলা হয়, বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে।
জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অপপ্রচার বলে অভিহিত করেছে।
গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলিবিনিময় চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল-লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে।
শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে।
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায়, হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিশেষ করে জাবকিন এলাকায় একটি সামরিক ঘাঁটি, খিয়াম এলাকায় দুটি অপারেশনাল অবকাঠামো এবং আল-আদিসা এলাকার একটি হিজবুল্লাহ ভবনে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। তবে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি আছে।
এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে কোনও সংযম, নিয়ম ছাড়াই যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন।
ইসরায়েল-লেবানন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের নাগরিকদের বৈরুত ছাড়তে বলেছে জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।