শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের – দৈনিক গণঅধিকার

শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বদনাম ঘুচছে তাহলে। আগের দিনের দুটি ম্যাচের পর মঙ্গলবার প্রথম ম্যাচেও রান পেয়েছে দুটি দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। আগে ব্যাটিং করে খুলনা মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে ২০৩ রান সংগ্রহ করেছে। জবাবে শামীম হোসেন যেন আরও আগ্রাসী হয়ে উঠেছিলেন। কিন্তু তার একার লড়াই চিটাগাংকে ম্যাচ জেতাতে পারেনি। দলটি ১৬৬ রানে অলআউট হলে খুলনা ম্যাচ জেতে ৩৭ রানে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগাং। উইলিয়াম বোসিসটোর ৭৫ ও অঙ্কনের ৫৯ রানে ভর করে খুলনা ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চিটাগাং। টানা ৩ বলে ৩ উইকেট হারায় তারা। ৫৬ রানে তিন উইকেট থেকে স্কোর হয়ে যায় ৫৬ রানে ৬ উইকেট। নিশ্চিত পরাজয়ের ম্যাচটিতে কিছুক্ষণের জন্য হলেও চিটাগাংয়ের ভক্তদের মাঝে জয়ের আশা দেখাচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তার আক্রমণাত্মক ব্যাটিং কোন কাজে লাগেনি। একপাশ থেকে শামীম খেললেও অন্য পাশ থেকে প্রয়োজনীয় ব্যাটিংটা করতে পারেনি কেউই। ১৮.৫ ওভারে ১৬৬ রান তুলতেই চিটাগাং অলআউট হয়ে গেছে। তার আগে শামীম ৩৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ওসমান খানের ব্যাট থেকে। খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার রনি সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ নওয়াজ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া ওশানে থমাস, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। এদিকে, খুলনা টাইগার্সের ক্যারিবিয়ান পেসার ওশানে থমাস চারটি নো বলের সঙ্গে একটা ওয়াইড করে এক ওভারে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার নাঈম শেখ ও বোসিসটো দারুণ শুরু পেয়েছেন। ৩৭ রানের জুটির পর আউট হন নাঈম শেখ (২৬)। তবে বিপিএলের অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বোসিসটো। বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে খেলা এই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ওপেনিংয়ের মতো দুই, তিন ও চার নম্বরে নামা ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। ১১৭ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন। তবে বোসিসটোর চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন অঙ্কন। হাঁকিয়েছেন ৬টি ছক্কা। তার ২২ বলে ৫৯ রানের ইনিংসেরর কল্যাণে শেষ ৫ ওভারে ৮৪ রান তোলে খুলনা। তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান। বোসিসটো ৩৬ বলে হাফ সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৭৫ রানে। ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। আর বিপিএলের শেষ চার ওভারে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করার রেকর্ড গড়েন অংকন। পাশাপাশি বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন। তাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অংকন। চিটগাংয়ের আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন