নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা
আবারও ৪ টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের
ক্রিমিয়ার আকাশে উড়ন্ত ৫টি বস্তুকে গুলি করে ভূপাতিত
নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
দিল্লি রেকর্ড বৃষ্টি; ১১ জনের মৃত্যু
রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সকলের জানা উচিত কখন সরে যেতে হয়: শশী থারুর
ভারতের কংগ্রেস দলের প্রবীণ এমপি শশী থারুর নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। শুক্রবার (৭ জুন) তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী লোকসভা নির্বাচন যদি ৫ বছর পর হয় তাহলে তিনি হয়ত প্রার্থী হবেন না। তিনি বলেছেন, মানুষের জানা উচিত কখন তরুণদের সুযোগ দিতে সরে যেতে হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন, আমি মনে করি আমার কাজ করেছি। আমি সত্যিকার অর্থে অনুভব করি যে, এক পর্যায়ে আমাদের সবার জানা উচিত কখন তরুণদের এগিয়ে আসার সুযোগ দিতে সরে যেতে হবে।
তিনি বলেছেন, লোকসভা একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমার সংসদীয় আসনের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। আমি তা করে যাব। কিন্তু জনজীবনের সেবা করার অনেক উপায় আছে। লোকসভায় নির্বাচনে জয়ী হওয়াই একমাত্র উপায় নয়। আমি মনে করি, এখন থেকে ৫ বছর পর নির্বাচন হলে আমি নিজেকে আরেকবার লোকসভার প্রার্থী হিসেবে দেখছি না।
এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছেন এই কংগ্রেস নেতা। তিনি স্বীকার করেছেন সিপিআই প্রার্থী আড়াই লাখ ভোট পেয়েছেন। তবে উল্লেখ করেছেন, সিপিআই(এম) অধ্যুষিত বলে পরিচিত ৩ টি এলাকায় দলটির প্রার্থী কম ভোট পেয়েছেন, বিজেপির প্রার্থী বেশি ভোট পেয়েছেন। কী ঘটেছে ও কীভাবে এমনটি হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জয় জয়-ই। আমরা তা উদযাপন করছি।
কেরালায় বিজেপির প্রথমবার লোকসভা আসন জয়ী হয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা সুরেশ গোপী। এই বিষয়ে থারুর বলেছেন, এই অগ্রগতিকে গুরুত্ব দিতে হবে। গোপী সাধারণ বিজেপি প্রার্থী ছিলেন না। কারণ তিনি প্রকাশ্যে নিজের ধর্মনিরপেক্ষতার ঘোষণা দিয়ে সংখ্যালঘু ভোটারদের, বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে ভোটের আহ্বান জানিয়েছিলেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।