সাকিবকে ৩ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ তামিমের – দৈনিক গণঅধিকার

সাকিবকে ৩ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ তামিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়েছিলেন সাকিব আল হাসান। বাকি ম্যাচগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তিনি তেমন অবদান রাখতে না পারায় দলকে ভুগতে হচ্ছে বেশি। ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবের রান পাওয়া জরুরি। এজন্য তাকে ৩ নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারত ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে বাংলাদেশি ওপেনার তামিম বলেছেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়, সে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বড় খেলোয়াড়দের বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতে করে দেখিয়েছে। বছরের পর বছর সে এটা করে আসছে। তার যদি সময় দরকার হয়, তাহলে তাকে ওপরে ব্যাট করতে হবে। ফলে সে বেশি সময় এবং সুযোগ পাবে।’ তামিম আরও বলেছেন, 'বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করেছে। তাহলে কেন সাকিবকে ৩ বা ৪ নম্বরে খেলানো হবে না? যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে। কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইনআপকে কাউন্টার অ্যাটাক করার।' শুধু ব্যাটিংয়ে নয়, সাকিব বল হাতে ব্যর্থ হচ্ছেন। এখন পর্যন্ত একটি ম্যাচেই কেবল উইকেটের দেখা পেয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তো বলই করেননি। সবমিলে ১০.২ ওভার বল করে উইকেট নিয়েছেন দুটি। তামিম মনে করেন বল হাতেও সাকিবের অবদান রাখা উচিত, ‘আমার মনে হয় তার (সাকিবের) ৪ ওভার বল করা উচিত। হোক ডানহাতি ব্যাট করছে বা বাঁহাতি ব্যাট করছে। তার ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ পেস বোলিং ইউনিট ভালো করছে। কিন্তু সাকিব হচ্ছে দলের সেরা বোলার। ভারতের জন্য যে রান করছে সূর্যকুমার যাদব, আমি যদি ভুল না করে থাকি শেষ ২ বার যখন সাকিব তাকে বল করেছে দুইবারই তাকে আউট করেছে। তাকে ৪ ওভার বল করতেই হবে। কারণ সে দলের সেরা বোলার।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত