
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
সাকিবকে ৩ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ তামিমের

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়েছিলেন সাকিব আল হাসান। বাকি ম্যাচগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তিনি তেমন অবদান রাখতে না পারায় দলকে ভুগতে হচ্ছে বেশি। ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবের রান পাওয়া জরুরি। এজন্য তাকে ৩ নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ভারত ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে বাংলাদেশি ওপেনার তামিম বলেছেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়, সে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বড় খেলোয়াড়দের বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতে করে দেখিয়েছে। বছরের পর বছর সে এটা করে আসছে। তার যদি সময় দরকার হয়, তাহলে তাকে ওপরে ব্যাট করতে হবে। ফলে সে বেশি সময় এবং সুযোগ পাবে।’
তামিম আরও বলেছেন, 'বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করেছে। তাহলে কেন সাকিবকে ৩ বা ৪ নম্বরে খেলানো হবে না? যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে। কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইনআপকে কাউন্টার অ্যাটাক করার।'
শুধু ব্যাটিংয়ে নয়, সাকিব বল হাতে ব্যর্থ হচ্ছেন। এখন পর্যন্ত একটি ম্যাচেই কেবল উইকেটের দেখা পেয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তো বলই করেননি। সবমিলে ১০.২ ওভার বল করে উইকেট নিয়েছেন দুটি। তামিম মনে করেন বল হাতেও সাকিবের অবদান রাখা উচিত, ‘আমার মনে হয় তার (সাকিবের) ৪ ওভার বল করা উচিত। হোক ডানহাতি ব্যাট করছে বা বাঁহাতি ব্যাট করছে। তার ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ পেস বোলিং ইউনিট ভালো করছে। কিন্তু সাকিব হচ্ছে দলের সেরা বোলার। ভারতের জন্য যে রান করছে সূর্যকুমার যাদব, আমি যদি ভুল না করে থাকি শেষ ২ বার যখন সাকিব তাকে বল করেছে দুইবারই তাকে আউট করেছে। তাকে ৪ ওভার বল করতেই হবে। কারণ সে দলের সেরা বোলার।'
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।