নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
সিরিজ বাঁচাতে নেমে ৯ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ
সাম্প্রতিক কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলে বাংলাদেশ দল। অথচ ইংল্যান্ডের মতো বিশ্বকাপজয়ী দলকে ঘরের মাঠে পেয়েও ছন্নছাড়া অবস্থা টাইগারদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার ২০৯ রান করে বাংলাদেশ হারে ৩ উইকেটে।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচাতে নেমে আটোসাটো বোলিং করতে পারেনি স্বাগতিকরা। টাইগার বোলারদের পিটিয়ে ৭ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারানো দলটি তৃতীয় ওভারের প্রথম বলে হারায় সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট।
ইনিংসের প্রথম ওভারে স্যাম কারানের করা ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন দাস। ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। স্যাম কারানের করা ওভারের পঞ্চম বলটি শান্তর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার জস বাটলারের গ্লাভসে জমা পড়ে।
১ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে শান্তর মতো একই কায়দায় মুশফিককে আউট করেন স্যাম কারান। ২.১ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ।
শুক্রবার বাংলাদেশের মাঠে সর্বোচ্চ (৭ উইকেটে ৩২৬) রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এর আগে মিরপুরে ২০০৯ সালে ৮ উইকেটে ৩০৮ রান করেছিল ইংলিশরা। তবে বাংলাদেশের বিপক্ষে নটিংহ্যামে ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ ৩৯১ রান।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী ইংল্যান্ড দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে উইকেট হারায় ইংল্যান্ড। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিল সল্ট। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৭ রান করার সুযোগ পান এই তারকা ওপেনার।
এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার জেসন রয়। ১৫.৩ ওভারে দলীয় ৮৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করা ডেভিড মালান। তাকে ১১ রানের বেশি করতে দেননি মিরাজ।
দলীয় ৯৬ রানে তাইজুল ইসলামের বলে আউট হন জেমস ভিন্স। ফিল সল্ট, ডেভিড মালান ও জেমস ভিন্সরা আসা-যাওয়ার মিছিলে অংশ নিলেও উইকেট কামড়ে ব্যাটিং করে যান ওপেনার জেসন রয়। তাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
সাকিবের বলে সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হন জেসন রয়। সাজঘরে ফেরার আগে ১২৪ বলে ১৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ১৩২ রান করেন ইংলিশ এই তারকা ওপেনার।
ফিল সল্টের পর উইল জ্যাকসকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার শর্ট বলে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জ্যাকস। তার বিদায়ের মধ্য দিয়ে ৩৬.৪ ওভারে ২০৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। জেসন রয় আউট হওয়ার পর একের এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন বাটলার। তাকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ।
নিজের বলে নিজেই ফিল্ডিং করে বাটলারকে ফেরান মিরাজ। ৪৩.৩ ওভারে ২৬০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন বাটলার। তার আগে ৬৪ বলে ৫টি চার আর দুই ছক্কার সাহায্যে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন বাটলার।
তাসকিনের লো ফুলটসে টাইমিংটা করতে পারেননি মঈন আলি। স্কয়ার লেগে ওঠা ক্যাচিটি লুফে নেন লিটন দাস। ৩৬ বলে ৪২ রান করে থামেন মঈন। তার বিদায়ে ৪৭.৪ ওভারে ২৯৯ রানে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড।
ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১৯ বলে ২ চার আর তিন ছক্কায় ৩৩ রানের ঝরো ইনিংস খেলে দলকে ৩২৬ রানে নিয়ে থামান স্যাম কারান।
বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে সর্বোচ্চ ৭৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন মিরাজ। ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ৬৪ রানে ১ উইকেট শিকার করেন সাকিব। ৬৩ রানে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। ৫৮ রানে ১ উইকেট শিকার তাইজুলের।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।