সুপার এইটের আগেই র‌্যাংকিংয়ে ২ সাকিবের উন্নতি – দৈনিক গণঅধিকার

সুপার এইটের আগেই র‌্যাংকিংয়ে ২ সাকিবের উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১০:৫৪
টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধরেই শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে বাজে ফর্মের কারণে শীর্ষস্থান হারিয়ে ৫ নম্বরে চলে যেতে হয়েছিল বাঁহাতি এই অলরাউন্ডার। তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো করে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের কাছে শীর্ষস্থান হারিয়েছেন মোহাম্মদ নবী। এছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে বোলিং করে ৯ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে দুইয়ে অবস্থান করছেন তিনি। দুই দিন আগে নেপালের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৪ উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। আইসিসি বুধবার (১৯ জুন) সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ করেছে। সেখানে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাংকিংয়ে ২৮ ধাপ এগিয়ে জুনিয়র সাকিব উঠে এসেছেন ৬৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪৪। যদিও বোলারদের র‌্যাংকিংয়ে পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান! নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেও এক ধাপ পেছাতে হয়েছে বাঁহাতি এই পেসারকে। তার অবস্থান এখন ১৪ নম্বরে। ১৩ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। তিনি এগিয়েছেন ১৬ ধাপ। পেসার আলজারি জোসেফ ৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন। বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি ইংল্যান্ডের আদিল রশিদ। দারুণ বোলিং করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের র‌্যাংকিংয়ের উন্নতি হয়েছে। ক্যারিয়ার–সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বরে আছেন এই লেগ স্পিনার। তবে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। আগের মতো শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৫ ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলা নিকোলাস পুরান আট ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। গ্রুপ পর্বে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহক তাওহীদ হৃদয়ের অবস্থান ৩০ নম্বরে। এদিকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে আসা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েণ্ট এখন ২৩১। বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তানের মোহাম্মদ নবী নেমে গেছেন ৪ নম্বরে। সাকিব উন্নতি করে ৩ নম্বরে উঠে আসার পর তার রেটিং পয়েন্ট ২১৮। নেপালের বিপক্ষে ২.২ ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পেয়েছেন সাকিব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত