
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
সুপার এইটের আগে শান্তদের প্রতি পরামর্শ তামিমের

এখন পর্যন্ত সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছে বাংলাদেশ। আগের আট আসরে সর্বোচ্চ দুটি জয়ই ছিল তাদের সেরা সাফল্য। এবার সেটি ছাড়িয়ে তিন জয়ে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ভাগ্য কিছুটা সহায় হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারতো বাংলাদেশ। তারপরও তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছাতে বাংলাদেশের কোনও সমস্যা হয়নি।
আজ বুধবার থেকে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হলেও বাংলাদেশ খেলবে ২১ জুন। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। তাদের টপকে সেমিফাইনালে যাওয়া শান্তদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এশিয়ার দুই দলের সাথে আছে অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই এটাকে মিনি এশিয়া কাপের সাথে তুলনা করা যেতেই পারে। ইএসপিএন ক্রিকইনফোর এক শো’তে তামিম এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে।’
তামিম মনে করেন, ব্যাটিংয়ে আরও একটি ভালো করলেই সুপার এইটে ভালো করার দারুণ সুযোগ থাকবে বাংলাদেশের, ‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্টে এগোচ্ছে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মতো একটি দল হবে।’
ব্যাটিংয়ে ভালো করতে শান্ত-লিটন-তানজিদ তামিমদের আরও একট সময় নিয়ে ব্যাটিং করার আহবান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। সর্বশেষ ম্যাচেও উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজ যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার।’
তামিম আরও বলেছেন, ‘তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও ভালো। নাজমুল হোসেন শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তাদের উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।