
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
সুপার এইটে যেতে কঠিন সমীকরণে বাংলাদেশ ও ইংল্যান্ড

ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথটা আরও সহজ করেছে ইংল্যান্ড। এখন প্রয়োজন নামিবিয়ার বিপক্ষে জয়। পাশাপাশি স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে। বাংলাদেশেরও সমীকরণটা সহজ। জিতলেই সুপার এইট।
এবার দেখে নেওয়া যাক গ্রুপ ‘বি’ ও ‘ডি’ থেকে ইংল্যান্ড ও বাংলাদেশের জন্য কী সমীকরণ অপেক্ষা করছে।
‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে যেতে ইংল্যান্ডকে যা করতে হবে:
ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় এখন আর নেটরান রেট নিয়ে ইংল্যান্ডকে ভাবতে হবে না। ৪৮ রানের লক্ষ্য মাত্র ৩.১ ওভারেই তাড়া করেছে তারা। তাদের নেটরানরেট হচ্ছে +৩.০৮১। স্কটল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে তাদের ওপরে থাকলেও দলটির নেটরানরেট +২.১৬৪। এই অবস্থায় ইংল্যান্ডকে পরের পর্বে যেতে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় প্রয়োজন। আর আশায় থাকতে হবে অস্ট্রেলিয়া যেন স্কটল্যান্ডের কাছে না হারে। অজিদের হারালে পরের পর্ব নিশ্চিত হতে স্কটিশদের।
ইংল্যান্ড আবার নামিবিয়ার কাছে হেরে গেলে স্কটল্যান্ড সুপার এইটে চলে যাবে। যেহেতু পয়েন্ট টেবিলে তারা এগিয়ে। দুটি ম্যাচ বৃষ্টিতে ভাসলেও সুপার এইট নিশ্চিত স্কটল্যান্ডের।
গ্রুপ ‘ডি’ থেকে বাংলাদেশকে যা করতে হবে:
এই গ্রুপ থেকে নেপাল, শ্রীলঙ্কা দুটি দলেরই বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ থেকে বাংলাদেশ-নেদারল্যান্ডস দুটি দলেরই সুযোগ আছে সুপার এইটে যাওয়ার। তবে বাংলাদেশের জন্য সমীকরণটা সহজ। নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইটে চলে যাবে নাজমুল হোসেন শান্তরা। হারলেই পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। তখন ডাচরাও শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে হিসেব চলে আসবে নেটরানরেটে। দুটি ম্যাচই আবার সোমবার ভোরে! এখন পর্যযন্ত অবশ্য রানরেটের হিসেবে বাংলাদেশই এগিয়ে। তাদের নেটরানরেট ০.৪৮৭ আর ডাচদের -০.৪০৮। ফলে নেদারল্যান্ডসকে কোয়ালিফাই করতে হলে দুটি ম্যাচের ফলাফলের ব্যবধান হতে হবে কমপক্ষে ৫৩ রানের! যেমন ধরুন- বাংলাদেশ নেপালের কাছে ৩৮ রানে হারলে নেদারল্যান্ডসকে কমপক্ষে ১৫ রানে লঙ্কানদের হারাতে হবে। দুটি ম্যাচেই ব্যবধান কম হলে তখন বাংলাদেশ কোয়ালিফাই করবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।