নিউজ ডেক্স
আরও খবর
‘গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম’ : চঞ্চল
আগামী ৬ জুলাই থেকে ‘শাকিব সপ্তাহ’
চলচ্চিত্র জীবনের ৫২ বছরের গল্প শোনাবেন আলমগীর
ঢাকায় পরমের প্রথম জন্মদিনে সিনেমা মুক্তির ঘোষণা
এডিসি সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার : পরীমণি
সংগীতাঙ্গনে রুনা লায়লার ৬ দশক
ইরানের জনপ্রিয় র্যাপারের মৃত্যুদণ্ড বাতিল
হানিফ সংকেতের ঈদের নাটক ‘বাড়িঘর আপন পর’
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি নাটক নির্মাণ করে থাকেন হানিফ সংকেত। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। তার এবারের ঈদের নাটক ‘বাড়িঘর আপন পর’।
একজন নারী-কখনো একজন মা, একজন অভিভাবক, একজন স্ত্রী, একজন উপার্জনশীল ব্যক্তি, একজন দায়িত্বশীল কর্মকর্তা, একজন ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপস করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে, কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে গড়ে উঠেছে ‘বাড়িঘর আপন পর’ নাটকের কাহিনী।
হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এই নাটকেও তেমন সামাজিক বক্তব্যই তুলে আনা হয়েছৈ।ঢাকার মিরপুরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে নাটকটির শুটিং করা হয়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।
নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।
এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।