
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
২ টাকার সবজি বাজার

কুড়িগ্রামে নিম্ন মধ্যবিত্তদের জন্য চালু হলো ২ টাকার সবজি বাজার। ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য এ বিশেষ সবজি বাজার চালু করেছে।
বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক ভাবে এ বাজার চালু করা হয়। যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
উদ্বোধনী দিনে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, বেগুন, একটি করে মিস্টি কুমড়া, লাউ ও ডিম দেওয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড়শত টাকার সবজি পেয়ে সবাই খুশি।
ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, 'তার এই কর্মসূচিতে ঈদের পূর্ব পর্যন্ত ২ টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ ৫টি আইটেম কিনতে পারবে। প্রতিদিন দেড় থেকে দুইশ মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হয় কারণ এটা রিলিফ নয় অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার।'
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ।
২ টাকায় সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, 'সারাদিন ভিক্ষা করেও ২'শ টাকাও জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সঙ্গে একটা ডিম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এই মাসে ডিম খাইতে পারি নাই। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।'
কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, 'ফুল সংগঠনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।'
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।