৩০ কেজি লেহেঙ্গা থেকে খরগোশের কামড়, শকুন্তলা হতে আরও যা করেছেন সামান্থা – দৈনিক গণঅধিকার

৩০ কেজি লেহেঙ্গা থেকে খরগোশের কামড়, শকুন্তলা হতে আরও যা করেছেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ১০:০৭
কালিদাসের শকুন্তলার উপর ভিত্তি করে বানানো হয়েছে ছবি 'শকুন্তলা'। দক্ষিণ ভারতের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। অন্যদিকে দেব মোহন অভিনয় করেছেন রাজা দুষ্মন্তের চরিত্রে। ছবিটিতে কালিদাসের শকুন্তলা সাজতে গিয়ে বেশ কষ্ট করতে হয় সামান্থাকে। শুক্রবার ছবিটি মুক্তি পায়। তার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সামান্থা জানান এই ছবির শ্যুটিংয়ের তার কষ্টের কথা। তিনি জানান ছবিটিতে অভিনয় করতে গিয়ে অ্যালার্জিতে অসুস্থ হওয়া থেকে শুরু করে খরগোশের কামড়ও খেতে হয়েছে তাকে। সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে ফুলের মালা পরতে হতো। বাহুতে, গলায়, হাতে ফুলের মালা পরতে হতো। সেই ফুল থেকে অ্যালার্জি হতো তার। সামান্থা এ বিষয়ে বলেন, 'আমি কোনও অভিযোগ, অনুযোগ ছাড়াই সারাদিন শুটিং করতাম। সন্ধ্যার পর থেকে আমার পুরো হাতে ফুলের দাগ দেখা যেত। টানা ৬ মাস ওই দাগ ছিল। মনে হতো, যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি তার উপরই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে গেছে সেই অ্যালার্জি।' কেবল ফুল থেকে অ্যালার্জি নয়, অভিনেত্রীকে এই সময় রীতিমত খরগোশের কামড় খেতে হয়েছে। ছবির জন্য খরগোশের সঙ্গে শুটিং করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড় বসিয়ে দেয়। এর বাইরে ৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় তাকে! সামান্থা বলেন, 'নীতা লুল্লা ম্যাম কিছু সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় দারুণ একটি লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারী আর কিছু হালকা লেহেঙ্গা বানান। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পরে নাচ করেছি।' ছবিটি পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও অভিনয় করেছেন অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু, প্রমুখকে। আরেক দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাও অভিনয় করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন