৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার! – দৈনিক গণঅধিকার

৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৩ | ৬:২৮
বাড়িতে রাখা একটি ট্রাঙ্কের ভেতর থেকে তিন বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার কানপুর গ্রাম থেকে লাশগুলো ‍উদ্ধার করা হয়। নিহত তিন বোন হলো-অমৃতা কুমারী (৯), কাঞ্চন কুমারী (৭) ও ভাসু (৩)। এ ঘটনায় পুলিশ নিহতদের বাবা-মাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শিশুদের বাবা সুনীল মণ্ডল ও মা মঞ্জু মণ্ডল শ্রমিকের কাজ করেন। রোববার রাতে কাজ থেকে ফিরে তিন মেয়েকে দেখতে না পেয়ে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন তারা। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তিন বোনের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে ওই দম্পতির ঘরের একটি পুরোনো ট্রাঙ্ক থেকে তিন বোনের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ওই দম্পতিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা বাড়ির মালিকের দিকেই অভিযোগের আঙুল তুলেন। তাদের দাবি, সুনীল বাড়িতেই মদ্যপান করতেন। আর তাতে আপত্তি জানিয়েছিলেন বাড়ির মালিক। তিনি তাদের বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু বাড়ি ছাড়তে রাজি হননি সুনীল। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। সে কারণে বাড়ির মালিক তাদের মেয়েদের খুন করেন বলে ওই দম্পতি অভিযোগ করেন। কিন্তু ওই দম্পতির ঘর থেকেই লাশ উদ্ধার হওয়ায় সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন সুনীল ও মঞ্জু দম্পতি। পুলিশকে তারা জানিয়েছেন, অভাবের সংসারে মেয়েদের ভরণপোষণ করতে পারছিলেন না। সেই কারণে তিন মেয়েকে তারা বিষ খাইয়ে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ওই দম্পত্তি বিহারের বাসিন্দা। তারা কাজের কারণে পাঞ্জাবে থাকতেন। তাদের আরও দুই ছেলে রয়েছে। সিনিয়র পুলিশ সুপার (গ্রামীণ) মুখবিন্দর সিং ভুলার বলেন, তিন বোনের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনার আরও তদন্ত করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার