আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতন, আটটি গরু লুট – দৈনিক গণঅধিকার

আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতন, আটটি গরু লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৬:৩৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিহ্নিত ডাকাত সফুর নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার দিবাগত রাতে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে ইউপি সদস্য সাত্তারসহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়, আটটি গরু লুট করে নেয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুটি গরু জবাই করে ভুরি ভোজে অংশ নেয় হামলাকারীরা। ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, এমনকি থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, জোকারদিয়া এলাকার চিহ্নিত ডাকাত সফু একাধিক ডাকাতি মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পুলিশে ধরিয়ে দিতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে—এই আশঙ্কায় সে এই পরিকল্পিত হামলা চালায়। হামলায় জয়নাল ও কামালের বাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা জয়নালের দুটি, কামালের দুটি এবং জামালের চারটি গরু লুট করে নিয়ে যায়। পরে ইউপি সদস্য সাত্তার, স্থানীয় বাসিন্দা শাহাদাত ও বাবুলকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সফুর বাড়িতে এবং সেখানে তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরুগুলো মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুইটি জবাই করে তারা ভোজের আয়োজন করে। এ ঘটনার পর জোকারদিয়া গ্রামে সুনসান নীরবতা বিরাজ করছে। আতঙ্কে সাধারণ মানুষ কাজকর্মে যেতে পারছে না, অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্ত্রাসী সফু ও তার বাহিনীর দমন না হলে এ ধরনের হামলা আবারও ঘটতে পারে। তবে আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে কিছু বলতে রাজি নন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক