আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে – দৈনিক গণঅধিকার

আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনেরই বাড়ি ফেনীতে। শুক্রবার রাতে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন। নিহতদের একজন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুল হক লিটন। তিনি জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, নিহতদের মধ্যে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলে মোস্তফা কামাল নোপেল এবং মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবদুল মন্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (২৮) রয়েছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিহতদের বাড়িতে যান। ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, এই দুর্ঘটনায় জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুরের চরমজলিশপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল হোসেন (৩২) এবং আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন (১৩) নিহত হয়েছেন। স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন জানান, নিহতদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আত্মীয়-স্বজন ছাড়াও নিহতদের বাড়িতে শত শত লোক ভিড় করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা গোসলে নেমে নিখোঁজ, সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায় কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্য‌াডঃ এহান উদ্দিন মনা কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই